জাজপুর(ওড়িশা), 4 জুলাই : রথের দড়ি টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু'জনের । নাম সুচিত্রা লেঙ্কা ও ভারত রায় । গুরুতর আহত সাতজন । ওড়িশার জাজপুরের ঘটনা ।
ওড়িশায় রথ টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2, আহত 7 - 7 injured
ওড়িশায় রথযাত্রায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2 । গুরুতর আহত 7 জন ।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা
আজ রথযাত্রা উপলক্ষ্যে জাজপুরের কালিয়াপানিতে রথ নিয়ে বেরোয় স্থানীয়রা । হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে রথের উপর । আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় নয়জন । তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয় । সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
বিদ্যুতের তার ছিঁড়ে রথের চূড়ায় আগুন লেগে যায় । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
Last Updated : Jul 4, 2019, 8:11 PM IST