পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্ভয়া মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার - Nirbhaya Case

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

By

Published : Feb 7, 2020, 12:59 PM IST

Updated : Feb 7, 2020, 1:44 PM IST

12:52 February 07

নির্ভয়া মামলায় পরবর্তী শুনানি 11 ফেব্রুয়ারি হবে ৷ জানাল সুপ্রিম কোর্ট ৷

দিল্লি, 7 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার ৷ আজ সুপ্রিম কোর্টে এই নির্দেশ দেওয়া হয় ৷ কারণ ওই দিন বেলা 2টোয় পাতিয়ালা হাউজ় কোর্টের সময়সীমা শেষ হচ্ছে ৷

গত বুধবার দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, সাতদিন সময় পাবে নির্ভয়া কাণ্ডের দোষীরা ৷ এই সময়ের মধ্যে যা যা আইনগত আবেদন করার তা করে নিতে হবে ৷ তার পর একদিনও বেশি সময় দেওয়া হবে না ৷

এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানাল, মঙ্গলবার সাতদিনের সময়সীমা শেষ হওয়ার পরই এই বিষয়ে পরবর্তী রায় শোনানো হবে ৷ বর্তমান পরিস্থিতি যা, তাতে দোষী পবন ছাড়া আর কারও কোনও আবেদন করার সুযোগ নেই ৷ কিন্তু, দোষীদের চারজনকেই একই সঙ্গে ফাঁসি দিতে হবে ৷ এই নিয়মের বেড়াজালেই আটকে রয়েছে যাবতীয় প্রক্রিয়া ৷

Last Updated : Feb 7, 2020, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details