পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কোহলি ও সচিন : ট্রাম্প - donald trump

বিরাট ও সচিনের নাম নিলেন ট্রাম্প ৷ তাঁদের প্রশংসা করলেন তিনি ৷ ট্রাম্পের মুখে দুই ক্রিকেটারের নাম শুনে উল্লাসে ফেটে পড়ল মোতেরা স্টেডিয়াম ৷

Trump gives special shout out to Sachin Tendulkar, Virat Kohli
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কোহলি ও শচীন : ট্রাম্প

By

Published : Feb 24, 2020, 3:23 PM IST

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের বক্তৃতা থেকে সচিন তেন্ডুলকর ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলির প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প ৷ আজ দু'দিনের জন্য ভারত সফরে এসেছেন ট্রাম্প ৷ আমেদাবাদে বিশ্বের সর্ববৃহৎ মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করে সেখানে বক্তব্য রাখেন তিনি ৷ সেখানেই ভারতীয় ক্রিকেটারদের কথা প্রসঙ্গে তিনি বিরাট কোহলি ও সচিনের নাম নেন ৷

ট্রাম্প বলেন, "সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, ক্রিকেট বিশ্বে সর্বশ্রেষ্ঠ নাম যারা তাদের এই দেশের মানুষ খুবই উৎসাহিত করে ৷ " অ্যামেরিকার প্রেসিডেন্টের মুখে ভারতীয় ক্রিকেটারদের তারিফ শোনার সঙ্গে সঙ্গে মোতেরা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও হাসি দেখা যায় ৷

গতবছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর হিউস্টন সফরে হাউডি মোদি অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানের মতোই আয়োজন করা হয় নমস্তে ট্রাম্প ৷ এই অনুষ্ঠানে প্রায় এক লাখ জনসমাগম হয় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ৷

ABOUT THE AUTHOR

...view details