1. শেষকৃত্য সম্পন্ন হল প্রণব মুখোপাধ্যায়ের
দিল্লির সেনা হাসপাতালে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতের রাজনৈতিক মহলে । 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি । 2019 সালে ভারতরত্ন পান । চিকিৎসাধীন থাকাকালীন প্রণববাবুর কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে । আজ প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হল ।
2. দুর্গাপুজোয় থাকবেন না পল্টুদা, মন খারাপ মিরাটির
অনেকেই বলছেন, তিনি আসা মানেই তাঁদের পুজো শুরু । কিন্তু, এবার পুজোতে তিনিই থাকবে না । তাই মন খারাপ মিরাটির বাসিন্দাদের ।
3.প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আগামীকাল জাতীয় শোক পালন বাংলাদেশে
গতকাল দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায় । তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল বাংলাদেশে জাতীয় শোক পালন করা হবে ।
4. RSS-এর গাইডের মতো ছিলেন প্রণব মুখোপাধ্যায় : মোহন ভাগবত
গতকাল দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রণব মুখোপাধ্যায়ের । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন RSS প্রধান মোহন মোহন ভাগবত ।
5. সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল, প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসায় অমিত
গোটা দেশের জন্য এ এক গভীর দুঃখের সময় ৷ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের পর এক ভিডিয়ো বার্তায় একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোকবার্তায় তিনি বললেন, "পক্ষে হোক বা বিপক্ষে, নীতি-নির্ধারণে যে কোনও আলোচনা করার হোক বা নিজে কোনও নীতিনির্ধারণ করা হোক, প্রতিটি ক্ষেত্রে প্রণবদার অভিজ্ঞতা নজরে আসত ৷ সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল। ক্ষমতায় থাকার সময়ও বিরোধীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেন। আবার নিজে বিরোধী থাকাকালীন গঠনমূলক কাজ থেকে দূরে থাকেননি।"