পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news

By

Published : Sep 22, 2020, 9:01 PM IST

1. ড্রোন দিয়ে পাকিস্তানের দিক থেকে অস্ত্র পাঠানো হচ্ছে জঙ্গিদের

গতরাতে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন আখনুর গ্রাম থেকে বেশ কিছু বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত রয়েছে ঘটনায় ।


2. কৃষি বিল পাশ , আবার কি জমি আন্দোলন ?

2006-এ জমি আন্দোলনের সাক্ষী থেকেছিল সিঙ্গুর । আজ কৃষি বিল পাশ হওয়ার পর সেক্ষেত্রে কী ভাবছেন সিঙ্গুরের কৃষকরা ?


3. ETV ভারতের প্রতিবেদনের জের, রাতের বোলপুরে কড়া পুলিশি নজরদারি

কয়েকদিন আগেও বোলপুরের রাস্তা কার্যত সুনসান থাকত । ছিল না কোনও পুলিশি নজরদারি । ETV ভারত সেই ছবিই প্রকাশ করে । এরপর রাতের বোলপুরে পুলিশি নজরদারি বাড়ানো হয় ।


4. 'ফ্যাসিবাদী' সরকার গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, কেন্দ্রকে আক্রমণ ডেরেকের

আমার সবাই অধিবেশন বয়কট করেছি । আজ থেকে লোকসভাতেও কোনও বিরোধী থাকবে না বলে শুনেছি । সংসদ বিরোধী শূন্য হয়ে যাবে । আর সরকার বলছে ক্ষমা চাইতে হবে । কিন্তু কার ক্ষমা চাওয়া দরকার সেটা ভেবে দেখতে হবে । বললেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।


5. "ক্ষমা চাইলে তবেই সাংসদদের সাসপেনশন তোলার কথা ভাবা হবে"

আমরা কোনওদিন কোনও কংগ্রেস সাংসদকে এভাবে রাজ্যসভায় "নৃত্য" করতে দেখিনি । কাগজ ছিঁড়ে ফেলতেও দেখিনি । বললেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ ।


6. 6 অক্টোবর পর্যন্ত জেল হেপাজত রিয়ার

আজই শেষ হয় রিয়া সহ বাকি অভিযুক্তদের বিচারবিভাগীয় হেপাজতের মেয়াদ । আজ তাঁদের ফের আদালতে পেশ করা হয় । তখনই তাঁদের 6 অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজতে থাকার নির্দেশ দেয় আদালত ।


7. WBTC-র বাস, ট্রাম ও ফেরির স্মার্টকার্ড রিচার্জ করা যাবে অনলাইনে

অনলাইনে বাস, ট্রাম ও ফেরির স্মার্টকার্ড রিচার্জ করা যাবে । 10% বোনাসও মিলবে যাত্রীদের ।


8. আজই অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন পায়েল, হতে পারে 3 বছরের জেল

পায়েল ঘোষের আইনজীবী নীতিন সতপুতে । আজই ওশিয়ারা থানায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অফিশিয়ালি অভিযোগ দায়ের করবেন পায়েল । গতকালই মামলা করার কথা ছিল অভিনেত্রীর ।

9.দীপিকার ম্যানেজারকে তলব করল NCB

বলিউডে ড্রাগ চক্রের তদন্তে আরও এক ধাপ এগোল নারকোটিক্স কন্ট্রোল বিওরো (NCB) । দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে তলব করল এই কেন্দ্রীয় সংস্থা । গতকালই ড্রাগ চক্রে নাম ওঠে দীপিকার ।


10. ভাঙল অতীতের রেকর্ড, ধোনি - রোহিত দ্বৈরথ দেখল 20 কোটি দর্শক

এর আগে বিশ্বের কোনও স্পোর্টিং ইভেন্টের উদ্বোধনী ম্যাচ এত সংখ্যক দর্শক দেখেনি ।

ABOUT THE AUTHOR

...view details