পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3টে - আজকের খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top
top

By

Published : Aug 16, 2020, 3:00 PM IST

1) চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ভালো রয়েছেন বাবা : অভিজিৎ

আজ সকালে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেন তাঁর ছেলে । অভিজিৎ লেখেন, গতকাল হাসপাতালে বাবাকে দেখে এসেছি । ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভ কামনায় বাবা গত কয়েকদিনের থেকে অনেক ভালো আছে ।

2) লাইফ সাপোর্টে রয়েছেন এসপি বালাসুব্রমনিয়ম

বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি ভিডিয়ো বার্তা দেন এসপি চরণ । তিনি বলেন, "ভেন্টিলেটরের মাধ্যমে বাবা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন । এই কঠিন সময়কে কাটিয়ে বাবা বেরিয়ে আসবেন বলে আশাবাদী চিকিৎসকরা ।"

3) চা-চক্রে অনুপস্থিত মমতা, ফের টুইট-খোঁচা রাজ্যপালের

কোরোনা আবহের মধ্যেও স্বাধীনতা দিবসের দিন শ খানেক অতিথিকে রাজভবনে চা চক্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কোরোনার কারণে যেখানে 15 অগাস্টের সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করা হয় ৷ সেখানে রাজভবনের হাই টি অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনিক মহলে ৷

4) ধর্ষণ করে চোখ খুবলে, জিভ কেটে 13 বছরের নাবালিকাকে খুন উত্তরপ্রদেশে

শুক্রবার দুপুর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি । এরপর গতকাল সকালে আখের ক্ষেত থেকে তার দেহ উদ্ধার করা হয় । ধর্ষিতার বাবার কথায় , তার চোখ খুবলে নেওয়া হয়েছিল । জিভ কেটে দেওয়া হয়েছিল এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।

5) "একটা যুগের অবসান", মাহির অবসরে প্রতিক্রিয়া সৌরভের

BCCI-এর তরফে প্রকাশিত বিবৃতিতে ধোনির অবসর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

6) একদিনে আক্রান্ত 63 হাজার 489, মৃত্যুর হার 2 শতাংশের কম

দেশে কোরোনা আক্রান্ত আরও 63 হাজার 489 জন । ভারতে COVID-19 সংক্রমণে মৃত্যুর হার 2 শতাংশেরও নিচে । 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 944জনের । মোট মৃতের সংখ্যা 49হাজার 980 ।

7) BJP-র ডাকে 12 ঘণ্টা বনধ, সুনসান খানাকুল

খানাকুলে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে BJP-তৃণমূলের সংঘর্ষে গতকাল গেরুয়া শিবিরের এক কর্মীর মৃত্যু হয় । আজ 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে BJP । সেই মতোই সকাল থেকেই সুনসান এলাকা ।

8) কোরোনা পরিস্থিতির মধ্যেই পার্ক উদ্বোধনকে কেন্দ্র করে জমায়েত, উঠছে প্রশ্ন

কোরোনা পরিস্থিতিতেই মালদায় তৈরি করা হল পার্ক ৷ সামাজিক দূরত্ব না মেনেই জমায়েত সেখানে ৷

9) "19 তারিখ টসের সময় দেখা হবে", ধোনির উদ্দেশে রোহিত

আনুষ্ঠানিকভাবে সূচি এখনও ঘোষিত হয়নি ৷ তবে 19 সেপ্টেম্বর IPL-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ৷ ধোনিকে নিয়ে রোহিত শর্মার একটি পোস্টেই তা সামনে এসেছে ৷

10) 52-এ কেজরিওয়াল, শুভেচ্ছা মোদি-মমতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের 52 তম জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী থেকে অন্যান্য রাজনৈতিক নেতারাও । টুইটারেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কেজরিওয়াল ।

ABOUT THE AUTHOR

...view details