পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকাল 5 টা - News at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 5 pm
টপ নিউজ় @ বিকাল 5 টা

By

Published : Jul 21, 2020, 4:58 PM IST

1. গুজরাত বাংলাকে শাসন করবে না : মমতা

আজ 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতার বার্তা, ''বহিরাগতরা নয় । বাংলার লোক বাংলা চালাবে ।''

2. 21-র সভা থেকে কী কী বললেন মমতা

শহিদদের স্মরণ করে ভার্চুয়াল সভায় আজ বক্তব্য পেশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷কী কী বললেন তিনি, দেখে নেব একনজরে ৷

3. আগামী একুশে আর একুশে জুলাই থাকবে না : সৌমিত্র

আগামী একুশে জুলাই আর আসবে না ৷ কারণ তৃণমূল দলটাই আর থাকবে না ৷ আজ তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল সভার পালটা সভা করে ভারতীয় জনতা যুব মোর্চা ৷ সেই সভা থেকে এই কথা বলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ ৷

4. মালদায় সামাজিক দূরত্বের বিধি শিকেয় তৃণমূল কর্মী-সমর্থকদের

কোরোনা সতর্কতা বিধি না মেনেই একুশে কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা ৷ মালদা শহরে শহিদ মোড়ে এই কর্মসূচিতে সামাজিক দূরত্ব বিধি না মানার ছবি সামনে এল ৷ অন্যদিকে জেলা কার্যালয়েও এই বিধি আদৌ মানা হল না ৷

5. 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, তাই দোষীরা শাস্তি পায়নি : জ্যোতিপ্রিয়

চূড়ান্ত রিপোর্ট না এলে দোষীদের শাস্তি দেওয়া যায় না । হাবরায় 21 জুলাইয়ের কর্মসূচিতে অংশগ্রহণ করে বললেন জ্যোতপ্রিয় মল্লিক ৷

6. 24 জুলাই পর্যন্ত স্থগিত রাজস্থান বিধায়ক মামলার শুনানি

রাজস্থান বিধানসভার স্পিকারের পাঠানো নোটিশের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দেন সচিন পাইলট ও 18 জন বিধায়ক ৷ আজ তার শুনানি ছিল রাজস্থান হাইকোর্টে ৷

7. ভালভযুক্ত N-95 মাস্কের ব্যবহার নিয়ে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

ভালভযুক্ত N-95 মাস্ক ব্যবহার নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় সরকার । কেন্দ্রের তরফে জানানো হয়, এই মাস্ক কোরোনা সংক্রমণ রুখতে পারে না ।

8. ভারী বৃষ্টির জের, জলমগ্ন মুজ়ফ্ফরপুর সহ বিহারের একাধিক এলাকা

বিহারের মুজ়ফ্ফরপুর সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টি ৷ ইতিমধ্যেই একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে ৷

9. IPL আয়োজনের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবে BCCI

সোমবার টি-20 বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ICC । তারপরই সেপ্টেম্বরে দেশ অথবা দেশের বাইরে IPL-এর আয়োজন নিয়ে তোড়জোড় শুরু করেছে BCCI ।

10. সুশান্ত মামলা : স্টেটমেন্ট রেকর্ড করতে বান্দ্রা পুলিশ স্টেশনে রাজীব মসন্দ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় নাম জড়িয়েছিল জার্নালিস্ট ও ফিল্ম ক্রিটিক রাজীব মসন্দের । আজ তাঁকে তলব করে মুম্বই পুলিশ । নিজের স্টেটমেন্ট রেকর্ড করতে বান্দ্রা পুলিশ স্টেশনে পৌঁছলেন রাজীব ।

ABOUT THE AUTHOR

...view details