পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত 9 - বিস্ফোরণ

কুড্ডালোরে বাজির কারখানায় বিস্ফোরণ । মৃত 9 মহিলা ।

explosion
explosion

By

Published : Sep 4, 2020, 1:52 PM IST

Updated : Sep 4, 2020, 6:53 PM IST

কুড্ডালোর (তামিলনাড়ু), 4 সেপ্টেম্বর : তামিলনাড়ুর কুড্ডালোরে বাজির কারখানায় বিস্ফোরণ । চেন্নাই থেকে 190 কিলোমিটার দূরে ওই কারখানায় বিস্ফোরণে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুড্ডালোরের কাট্টুমান্নারকোইলের কাছে কুরুনগুড়ি গ্রামে ওই বাজি কারখানার গোডাউনে আজ হঠাৎই আগুন লাগে । সেই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে ।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থানেই 5 মহিলার মৃত্যু হয় । গুরুতর জখম অবস্থায় আরও চার মহিলাকে ত্রিচি গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখানে 4 জনেরই মৃত্যু হয়েছে । জানিয়েছেন কুড্ডালোরের পুলিশ সুপার ।

ঘটনাস্থানে বিস্ফোরণে ধসে পড়া একটি কংক্রিট কাঠামোর ধ্বংসাবশেষের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মৃতদেহ । শোনা যাচ্ছে হাহাকার আর আর্তনাদ । দুর্ঘটনাস্থানে পুলিশ ও উদ্ধারকারী দলের সঙ্গেই রয়েছে স্থানীয় মানুষের ভিড় ।

পুলিশ সুপার শ্রী অভিনব জানান, "কাট্টুমান্নারকোইলের কাছে এটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল । মৃতরা প্রত্যেকেই ওই কারখানার শ্রমিক । দেশি বোমা তৈরি হচ্ছিল কিনা এবং কেবল অনুমোদিত বিস্ফোরক ব্যবহৃত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।"

কোরোনা পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার 100% লোকবল নিয়ে শিল্প-কারখানাগুলিতে পুনরায় কাজ শুরুর অনুমতি দেওয়ার পরেই এই দুর্ঘটনা । লকডাউনের কারণে দীপাবলির আগে উৎপাদন হয়নি বাজি কারখানাগুলির । ভারতের আতশবাজির রাজধানী শিবাকাশীও তামিলনাড়ুতেই অবস্থিত ।

Last Updated : Sep 4, 2020, 6:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details