শ্রীনগর, 17 অগাস্ট : উত্তর কাশ্মীরের বারামুল্লায় পুলিশ ও CRPF-এর যৌথ বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মী ও আরও দুই CRPF জওয়ান শহিদ হয়েছেন । তিন জইশ জঙ্গিরও মৃত্যু হয়েছে ।
বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় তল্লাশি চালানোর সময় পুলিশকর্মী ও CRPF জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । গুরুতর আহত অবস্থায় এক পুলিশকর্মী ও দুই CRPF জওয়ানকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মুজ়ফ্ফর আহমেদ নামে জম্মু-কাশ্মীর পুলিশের এক স্পেশাল পুলিশ অফিসারকে মৃত বলে ঘোষণা করা হয় । তাঁর বুকে ও তলপেটে গুলি লেগেছিল । অপর দু'জনকে শ্রীনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পরে তাঁদেরও মৃত্যু হয় ।