পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনে টহলদারিতে গিয়ে যমুনায় তলিয়ে গেলেন 3 পুলিশকর্মী - news on police personnel drowned in yamuna

লকডাউন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বান্দা জেলার বর্ডারে যমুনা নদীতে টহল দিচ্ছিল পুলিশের একটি দল । সেসময়ই বোটটি উলটে যায় । তলিয়ে যান তাঁরা ।

তলিয়ে গেলেন 3 পুলিশ কর্মী
তলিয়ে গেলেন 3 পুলিশ কর্মী

By

Published : Apr 26, 2020, 1:32 PM IST

Updated : Apr 26, 2020, 3:45 PM IST

ফতেপুর, 26 এপ্রিল : লকডাউনে টহলদারিতে গিয়ে যমুনা নদীতে তলিয়ে গেলেন এক পুলিশ আধিকারিক ও তিন পুলিশকর্মী । তাঁদের মধ্যে সাঁতার কেটে উঠে আসেন একজন। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ।

লকডাউন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বান্দা জেলার বর্ডারে যমুনা নদীতে টহল দিচ্ছিল পুলিশের একটি দল । কিশুনপুর পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর রমজিতের নেতৃত্বে একটি বোটে করে চারজন নজরদারি চালাচ্ছিলেন । সেই সময় হঠাৎই উলটে যায় বোটটি । তলিয়ে যান চারজন । কোনওমতে সাঁতরে বেঁচে যান রাজেন্দ্র যাদব । বাকিদের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছেন পুলিশ সুপার প্রশান্ত ভার্মা । তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ।

Last Updated : Apr 26, 2020, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details