দিল্লি, ২৪ মে : নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর । টুইটারে তিনি লেখেন, "লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক অভিনন্দন। উজ্জ্বল এবং শক্তিশালী নতুন ভারত গঠনে দেশ আপনার সাথে রয়েছে ।"
"দেশ আপনার সঙ্গে রয়েছে", মোদিকে অভিনন্দন সচিনের - sachin congratulate modi
নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন সুরেশ রায়না, বীরেন্দ্র সেহওয়াগসহ আরও অনেকেই ।
পালটা সচিনকে ধন্যবাদ জানিয়েছেন মোদিও । তিনি লেখেন, "আমনার শুভ কামনার প্রশংসা করি। গত পাঁচবছরে অনেক কাজ হয়েছে এবং আমাদের দেশের পরিবর্তনের জন্য আরও অনেক কিছু করা দরকার । আমরা অত্যন্ত অধ্যবসায়ের সঙ্গে দেশ চালাব ।" মোদিকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটার সুরেশ রায়নাও । রাইনা টুইটারে লেখেন, এখনও আর একটি ইনিংসের জন্য অভূতপূর্ব শুরু ।" মোদিকে অভিনন্দন জানিয়েছেন টেনিস তারকা সাইনাও।
নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। টুইটে তাঁর বার্তা, "ভারত জিতেছে । বিশ্বের বৃহত্তম গণতন্ত্র রায় দিয়েছে । এই মহান জয়ের নেতা হওয়ার জন্য মোদিজিকে অনেক অভিনন্দন । দ্বিতীয় ইনিংসটি আরও ভালো হতে পারে ও ভারত এগিয়ে চলতে পারে, শিখরে পৌঁছাতে পারে ।"