দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে নারীর সার্বিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে । এই খাতে 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে । বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, "বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সফল ।"
মহিলাদের জন্য 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
অর্থমন্ত্রী ঘোষণা করেন, নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে ৷ এছাড়া বাজেটে শিক্ষাখাতে পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি বরাদ্দের প্রস্তাব রয়েছে ।
নারীর ক্ষমতায়ন
দেশের প্রথম পূর্ণসময়ের মহিলা অর্থমন্ত্রী হিসাবে আজ দ্বিতীয় সাধারণ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন ৷ তাই বাজেটে মহিলাদের জন্য বাড়তি সুবিধা থাকবে, এমন প্রত্যাশা ছিলই ৷ অর্থমন্ত্রী ঘোষণা করেন, মহিলাদের ক্ষমতায়নে জোর দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও অর্থ সাহায্য করা হবে ৷
এছাড়া বাজেটে শিক্ষাখাতে পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি বরাদ্দের প্রস্তাব রয়েছে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মহিলাদের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রয়েছে ।
Last Updated : Feb 1, 2020, 9:45 PM IST