দিল্লি, 17 এপ্রিল : কোরোনা মোকাবিলায় গতকাল চিন থেকে 5 লাখ অ্যান্টিবডি টেস্ট কিট আমদানি করেছে ভারত । তারপরই দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এই কিটগুলির ব্যবহার সম্পর্কে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে । ICMR জানিয়ে দিয়েছে চিন থেকে আসা এই কিটগুলি সংক্রমণ বুঝতে নয় কোরোনার গতিপ্রকৃতি বুঝতে সাহায্য় করবে ।
ICMR-র তরফে বলা হয়, এই কিটগুলি COVID-19 সংক্রমণ নির্ণয় করার জন্য় নয় । এগুলি কোরোনার গতিপ্রকৃতিকে বুঝতে ব্য়বহার করা হয় । ICMR-র আধিকারিকরা জানিয়েছেন, এপর্যন্ত পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে 23 টি অ্যান্টিবডি টেস্ট কিটের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে 14টি যথাযথ কাজ করেছে ।