পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনার গতিপ্রকৃতি নির্ণয় করবে চিনের টেস্ট-কিট : ICMR - কোরোনা সংক্রান্ত খবর

গতকাল চিন থেকে 5 লাখ অ্যান্টিবডি টেস্ট কিট আমদানি করেছে ভারত । ICMR জানাচ্ছে, এই কিটগুলি সংক্রমণ নয়, কোরোনার গতিপ্রকৃতি বুঝতে সাহায্য় করবে ।

corona
কোরোনা

By

Published : Apr 17, 2020, 11:05 AM IST

দিল্লি, 17 এপ্রিল : কোরোনা মোকাবিলায় গতকাল চিন থেকে 5 লাখ অ্যান্টিবডি টেস্ট কিট আমদানি করেছে ভারত । তারপরই দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এই কিটগুলির ব্যবহার সম্পর্কে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে । ICMR জানিয়ে দিয়েছে চিন থেকে আসা এই কিটগুলি সংক্রমণ বুঝতে নয় কোরোনার গতিপ্রকৃতি বুঝতে সাহায্য় করবে ।

ICMR-র তরফে বলা হয়, এই কিটগুলি COVID-19 সংক্রমণ নির্ণয় করার জন্য় নয় । এগুলি কোরোনার গতিপ্রকৃতিকে বুঝতে ব্য়বহার করা হয় । ICMR-র আধিকারিকরা জানিয়েছেন, এপর্যন্ত পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে 23 টি অ্যান্টিবডি টেস্ট কিটের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে 14টি যথাযথ কাজ করেছে ।

এবিষয়ে, ICMR-র মুখ্য গবেষক রমন আর গঙ্গাখেড়কর বলেন, "কিটগুলি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য নয় । কারণ শুধু 80 শতাংশ রোগীর মধ্যে অ্যান্টিবডিগুলি দৃশ্যমান হয় । তবে হটস্পট এলাকাগুলিতে সংক্রমণ বাড়ছে না কমছে তা খতিয়ে দেখার জন্য এই কিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । কোরোনার গতিপ্রকৃতি বুঝতে সাহায্য করবে ।"

গতকাল চিন থেকে যে টেস্টিং কিটগুলি ভারত এনেছে তা ওন্ডফো বায়োটেক এবং লিভজ়োন ডায়াগনস্টিক নামে চিনের দুই সংস্থা তৈরি করেছে ।

উল্লেখ্য, ICMR ও এর ল্যাবরেটরিগুলি 3,02,956 টি নমুনা পরীক্ষা করেছে । এর মধ্যে 12,581 টি COVID-19 পজ়িটিভ ।

ABOUT THE AUTHOR

...view details