পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শর্তসাপেক্ষে জাল্লিকাট্টুর অনুমতি দিল তামিলনাড়ু সরকার - জাল্লিকাট্টু

খেলা শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে কোরোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট জমা দিতে হবে ৷ মহামারির কারণে 50 শতাংশ দর্শকের অনুমতি দেওয়া হয়েছে ৷

Tamil Nadu Government allows bull-taming sport
Tamil Nadu Government allows bull-taming sport

By

Published : Dec 23, 2020, 12:41 PM IST

চেন্নাই, 23 ডিসেম্বর : শর্তসাপেক্ষে ষাঁড়ের খেলা জাল্লিকাট্টুর অনুমতি দিল তামিলনাড়ু সরকার ৷ আজ একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, একটি খেলায় 150 জনের বেশি খেলোয়াড় থাকতে পারবে না ৷ এইসঙ্গে প্রত্যেক খেলোয়াড়কে কোরোনা নেগেটিভ হতে হবে ৷ খেলা শুরুর আগে টেস্ট রিপোর্ট জমা দিয়ে তা নিশ্চিত করতে হবে ৷ এইসঙ্গে মহামারির কারণে 50 শতাংশ দর্শকের অনুমতি দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: জাল্লিকাট্টু-তে অংশ নেওয়া ষাঁড়ের মৃত্যু, শেষযাত্রায় যোগ 2 হাজার মানুষের

2014 সালে একটি জনস্বার্থ মামলায় জাল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট ৷ ভারতের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড ও পিপল ফর দা এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল (পিইটিএ) মামলাটি করেছিল ৷ যদিও সেই সময় রাজ্য সরকার জানিয়েছিল, জাল্লিকাট্টু স্থানীয় সংস্কৃতির অন্যতম পরিচয় ৷

আরও পড়ুন: অস্কারের জন্য মনোনীত মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'

পরে 2017 সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যখন চেন্নাই শহরে জাল্লিকাট্টুর ফেরানোর দাবিতে অসংখ্য মানুষ প্রতিবাদ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details