পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দান্তেওয়াড়ায় CISF আধিকারিকের উপর মাওবাদী হামলা - মাওবাদী হামলা

দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় আহত হয়েছেন এক CISF আধিকারিক । আকাশ নগরের কাছে খনি এলাকায় নজরদারি চালানোর সময় তাঁঁর উপর হামলা হয় ।

Naxal attack in dantewara
দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা

By

Published : Jun 27, 2020, 6:16 PM IST

রায়পুর, 27 জুন : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় CISF আধিকারিকে আক্রমণ করল মাওবাদীরা । আজ ওই আধিকারিককে লক্ষ্য করে কয়েকজন পাথর ছোড়ে । গুরুতর জখম হন ওই CISF আধিকারিক । ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় মাওবাদীরা ।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানান, “CISF-এর দু'জন কর্মী আজ কিরান্দুল ও বাচেলির ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের খনি এলাকায় নজরদারি চালাচ্ছিলেন । তাঁঁদের সঙ্গে আরও 100 জন CISF কর্মী ছোটো ছোটো দলে ভাগ হয়ে বাচেলি থেকে আকাশ নগরের খনি এলাকার দিকে যাচ্ছিলেন । CISF এম এল চৌহান ও কনস্টেবল বিজয় কুমার যখন আকাশনগরের কাছাকাছি পৌঁছে যান, তখন তাঁঁদের উপর হামলা হয় । সাধারণ মানুষের পোশাকে তির-ধনুক নিয়ে আচমকা ওই এলাকায় কয়েকজন মাওবাদী এসে পড়ে । CISF আধিকারিক চৌহানকে তাঁর ওয়াকি টকি দিতে বলে মাওবাদীরা । কিন্তু তা অস্বীকার করলে CISF আধিকারিকের মাথায় পাথর দিয়ে আঘাত করে তারা । এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় মাওবাদীরা । যাওয়ার আগে ওয়াকি টকি ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ।”

ঘটনার খবর পেয়ে সেখানে আসেন অন্য জওয়ানরা । যদিও তাঁঁদের আসার আগে জঙ্গলে গা-ঢাকা দেয় মাওবাদীরা । আহত CISF আধিকারিককে হাসপাতালে ভরতি করা হয়েছে । তিনি এখন বিপদ থেকে মুক্ত বলে পুলিশ সূত্রে খবর । এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details