পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সঙ্গে কোরোনা আক্রান্ত যাত্রী ? ককপিটের জানালা দিয়ে বেরোলেন বিমানচালক - pilot

বিমান রয়েছেন কোরোনায় আক্রান্ত ? আতঙ্কে ককপিটের জানালা দিয়ে বাইরে এলেন বিমানচালক ৷

air asia
air asia

By

Published : Mar 23, 2020, 12:21 PM IST

দিল্লি, 23 মার্চ : বিমানে যাত্রা করছেন কোরোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ৷ এই খবরে আতঙ্কিত হয়ে পড়লেন বিমান চালক ৷ বিমানবন্দরে অবতরণের পর ককপিটের জানালা (দ্বিতীয় দ্বরজা) দিয়ে বাইরে বেরিয়ে আসেন বিমানচালক ৷ শুক্রবার পুনে থেকে দিল্লি যাচ্ছিল এয়ার এশিয়ার ওই বিমানটি ৷ দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরে এমনটাই ঘটেছে ৷

এয়ার এশিয়ার মুখপাত্র জানান, "20 মার্চ পুনে থেকে দিল্লি যাত্রা করে 15-732 বিমানটি ৷ বিমানে কোরোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন এমন খবর আসে ৷ প্রথম শ্রেণিতে যাত্রা করছিলেন ওই যাত্রী ৷ যদিও পরীক্ষায় জানা গিয়েছে ওই যাত্রী কোরোনা নেগেটিভ ৷"

চালক জানান, "অবতরণের সময় সুরক্ষার বিষয়টি নজরে রাখা হয়েছিল ৷ অবতরণের পর সুরক্ষার জন্য বিমানটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় ৷ তারপর ওই সন্দেহভাজন ব্যক্তিকে বিমানের সামনের দরজা দিয়ে নামানো হয় ৷ বাকি যাত্রীদের বিমানের পিছনের দরজা দিয়ে নামানো হয় ৷"

মুখপাত্রের কথায়, "যতক্ষণ না পর্যন্ত বিমানের পরিবেশ সুরক্ষিত নির্ধারিত করা হয়, কর্মীরা ককপিটের মধ্যে আলাদাভাবে ছিলেন ৷ বিমানচালক জানালা দিয়ে বেরিয়ে আসেন ৷ সেটি ছিল বিমানের দ্বিতীয় দরজা ৷" ওই ঘটনার পর বিমানটিকে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details