দিল্লি, ২৭ ফেব্রুয়ারি : CBI-র আদালত অবমাননা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ মার্চ। সুপ্রিম কোর্ট আজ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য CBI-কে নির্দেশ দেয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ২৬ মার্চ CBI-র ডিরেক্টরকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
রাজীব কুমার মামলা : CBI-কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের - directs
রাজীব কুমার মামলার পরবর্তী শুনানির দিন ২৬ মার্চ ধার্য করা হয়েছে। ওই দিন CBI ডিরেক্টরকে সঠিক তথ্য দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনেরাল ও সলিসটরি জেনেরালের মৌখিক বিবৃতিতে সন্তুষ্ট নয়। সেই জন্য CBI ডিরেক্টরকে হলফনামা জমা দিয়ে অভিযোগ প্রমাণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অ্যাটর্নি জেনারাল কে কে ভেনুগোপালকে প্রশ্ন করেন, "কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, তথ্যপ্রমাণ বিকৃত করার বিষয়টি ২০১৮ সালের জুনে হয়েছে। তাহলে আপনারা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শীর্ষ আদালতে এলেন কেন ?"
সুপ্রিম কোর্ট CBI ডিরেক্টরকে সম্পূর্ণ এবং সঠিক তথ্য প্রকাশ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। ২ সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে।