দিল্লি, 17 জুন : লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে দেশে ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস সরকারের পাশে রয়েছে বলে জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তবে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একগুচ্ছ প্রশ্ন করলেন ৷ এরপর ভারত সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হবে তাও জানতে চাইলেন ৷ তিনি বলেন, "কীভাবে চিনারা ভারতীয় অঞ্চল দখল করল তা প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত ৷" পাশাপাশি "কেন 20জন জওয়ান শহিদ হলেন" জানতে চান তিনি ৷ সোমবার রাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পূর্ব লাদাখে গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে একজন কর্নেল-সহ 20জন সেনাকর্মী শহিদ হন ৷
শহিদ সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিয়ো বার্তায় সোনিয়া গান্ধি বলেন, "বিগত দেড় মাস ধরে লাদাখে ভারতীয় অঞ্চলে অনধিকার প্রবেশ করেছে চিন ৷ আজ যখন দেশে এই বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে, তখন প্রধানমন্ত্রীর উচিত সামনে এসে সবাইকে সত্যিটা জানানো ৷ তাঁর জানানো উচিত চিন কীভাবে আমাদের সীমান্তের ভিতর ঢুকে হামলা করল ৷ কেন 20 জন সেনাকর্মী শহিদ হলেন ৷" এই বিষয়ে বর্তমান পরিস্থিতি কী, তাও প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সোনিয়া গান্ধি ৷ সঙ্গে তিনি সেনাকর্মীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান ৷ বলেন, "আমাদের কোনও সেনাকর্মী কি এখনও নিখোঁজ রয়েছেন ? আমাদের কতজন সেনাকর্মী গুরুতর জখম অবস্থায় রয়েছেন ?"