পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণে মৃত 55 বছর বয়সী শিবসেনা কর্মী - কর্পোরেটর

কোরোনা সংক্রমণে মৃত্যু হল 55 বছর বয়সী এক শিবসেনা কর্মীর। গত সপ্তাহে তার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং তারপর থেকেই ভেন্টিলেটর সাপোর্টে ওই ব্যক্তির চিকিৎসা চলছিল।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 9, 2020, 9:13 PM IST

থানে, 9জুন : কোরোনা সংক্রমণে মৃত্যু হল 55 বছর বয়সী শিবসেনা কর্মীর। তিনি মহারাষ্ট্রের থানে জেলার মীরা-ভয়ন্দর পৌরসভার কর্পোরেটর ছিলেন।

শিবসেনার মুখপাত্র জানান, এক সপ্তাহ আগে ওই কর্পোরেটরের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। থানের একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তার চিকিৎসা চলছিল। ওই ব্যক্তির মা, স্ত্রী এবং ছেলেও কোরোনা সংক্রমিত হয়েছিলেন, তবে বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, চারবারের কর্পোরেটর কোরোনা সংক্রমণ মোকাবিলায় অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছিলেন এবং এলাকায় যাদের সাহায্য প্রয়োজন ছিল, তাদের সকলের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

শিবসেনা দলের নেতা ও কর্মীরা ওই ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ABOUT THE AUTHOR

...view details