দিল্লি, 3 মার্চ : দিল্লি হিংসার সময় ভিডিয়োটা ভাইরাল হয়েছিল মুহূর্তে । মধ্য বয়সের এক যুবক পুলিশকে তাক করে গুলি চালাচ্ছে । ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছিল সেই যুবকের খোঁজ । জানা যায়, ওই যুবকের নাম শাহরুখ । তাঁকে নিজেদের হেপাজতে নিতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ । মাঝে এক বার বাগে পেলেও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় শাহরুখ । অবশেষে আজ দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে তাকে ।
গ্রেপ্তার দিল্লি হিংসার বন্দুকবাজ শাহরুখ - anti caa rally
12:39 March 03
দিল্লি হিংসায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল শাহরুখের বিরুদ্ধে ।
24 ফেব্রুয়ারি । উত্তর-পূর্ব দিল্লির হিংসায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল শাহরুখের বিরুদ্ধে । জ়াফরাবাদ-মউজপুর এলাকায় CAA নিয়ে সংঘর্ষ চলাকালীন এক পুলিশ কর্মীকে হুমকি দিতে দেখা গিয়েছিল । অভিযোগ, সে দিন আট রাউন্ড গুলিও চালিয়েছিল । পুলিশ সূত্রে খবর, ঘটনার একদিন পরই শাহরুখকে আটক করা হয় । কিন্তু তারপরই পালিয়ে যায় সে ।
ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা । সপ্তাহখানেক পর আজ উত্তরপ্রদেশের শামলি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ।
দিল্লি হিংসায় এপর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে একজন হেড কনস্টেবল রতন লাল ও একজন গোয়েন্দা আধিকারিক অঙ্কিত শর্মাও রয়েছেন ।