পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওমর আবদুল্লার মুক্তির আবেদনে সুপ্রিম কোর্টে শুনানি আজ - ওমর আবদুল্লার মুক্তির আবেদন

জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর 5 অগাস্ট থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে ওমর আবদুল্লাহকে । এই আইনের আওতায় কোনও অভিযোগ ছাড়াই তাঁকে আটকে রাখা হয়েছে ।

Omar Abdullah
ছবি

By

Published : Mar 18, 2020, 12:13 PM IST

দিল্লি, 18 মার্চ : ওমর আবদুল্লার মুক্তি সংক্রান্ত মামলায় আজ শুনানি সুপ্রিম কোর্টে ৷ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই আটক করে রাখা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ৷ তাঁর দ্রুত মুক্তির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ওমরের বোন সারা আবদুল্লা পাইলট ৷ সেই মামলারই শুনানি আজ ৷

ওমর আবদুল্লার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করার ক্ষমতা থাকার অভিযোগে জন নিরাপত্তা আইনের আওতায় আটক করে রাখা হয়েছিল ৷ 5 মার্চ শীর্ষ আদালত জানিয়েছিল, সারা পাইলটের আবেদনের ভিত্তিতে হোলির পর শুনানি হবে ওই মামলার ৷

সারা পাইলটের পক্ষে এই মামলা লড়ছেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল ৷ ওমর আবদুল্লার গৃহবন্দী দশা ও তাঁকে পাবলিক সেফটি অ্যাক্টে অভিযুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সারা পাইলট বলেছিলেন, " আমার ভাইকে গৃহবন্দী করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ পাশাপাশি এটা বাক-স্বাধীনতা লঙ্ঘনও । সব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বিদ্রুপ করার সম্মিলিত চেষ্টা ৷"

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর 5 অগাস্ট থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে ওমর আবদুল্লাকে । এই আইনের আওতায় কোনও অভিযোগ ছাড়াই তাঁকে আটকে রাখা হয়েছে ।

জন নিরাপত্তা আইনের খতিয়ান তুলে ধরে কেন্দ্র বলেছিল, "সাধারণ মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ৷ ভোট বয়কটের ডাক থাকা সত্ত্বেও ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়েছেন তিনি ৷ এছাড়া আরও অনেকক্ষেত্রে আমজনতাকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে ৷ এমনই জানাচ্ছে পাবলিক সেফটি অ্যাক্টের রেকর্ড ৷"

ABOUT THE AUTHOR

...view details