পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

370 প্রত্যাহার মামলায় কেন্দ্র ও রাজ্যকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের - Ranjan Gogoi

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ "জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার" কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্র ও রাজ্যকে বলেছে ।

370 প্রত্যাহার মামলায় কেন্দ্র ও রাজ্যকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

By

Published : Sep 16, 2019, 1:12 PM IST

Updated : Sep 16, 2019, 1:24 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : 370 ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে । পাশাপাশি ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ "জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার" কথা মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্র ও রাজ্যকে বলেছে ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর তার বিরোধিতা করে ও রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে শীর্ষ আদালতে একাধিক মামলা হয়েছে । আজ সেই মামলাগুলির শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় শীর্ষ আদালত । 30 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে সরকারকে । হলফনামা জমা পরার পর মামলাগুলির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ।

370 ধারা প্রত্যাহার সংক্রান্ত যে মামলাগুলির শুনানি চলছে তার মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর টাইমস-এর এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের মামলাটি । অনুরাধার অভিযোগ, 370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখেছে সরকার । এর জেরে সংবাদপত্রের কাজকর্ম করতে সমস্যা হচ্ছে । অনুরাধার হয়ে সওয়াল করতে গিয়ে আজ তাঁর আইনজীবী ব্রিন্দা গ্রোভার বলেন, "উপত্যকায় (জম্মু ও কাশ্মীরে) একটি মিডিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে । সেখানে সাংবাদিকদের মোবাইল ও ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত । এর সাহায্যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন TV চ্যানেল ও সংবাদপত্রের কাজ চলছে । তবে আমার মক্কেলের সংবাদপত্রটি বন্ধ রয়েছে ।"

শুনানিতে সরকার পক্ষের হয়ে সওয়াল করার সময় অ্যাটর্নি জেনেরাল কে কে বেণুগোপাল আদালতকে জানান, মিডিয়ার কাজ করার জন্য জম্মু ও কাশ্মীরে সমস্ত বন্দোবস্ত করেছে সরকার ।

Last Updated : Sep 16, 2019, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details