পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নীরব-মেহুলের থেকেও বড় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত সন্দেসারা ভাইরা, দাবি ED-র - ed

এবার সামনে এল নীরব-মেহুলের থেকেও বড় আর্থিক কেলেঙ্কারি । অভিযোগের তির সন্দেসারা ভাইদের উপর ।

নীতিন সন্দেসারা

By

Published : Jun 29, 2019, 2:49 PM IST

Updated : Jun 29, 2019, 3:01 PM IST

দিল্লি, 29 জুন : নীরব মোদি ও মেহুল চোকসি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যে প্রতারণা করেছে, তার থেকেও বড় প্রতারণা করেছে সন্দেসারা ভাইরা । এই দাবি করেছে ED । 2017 সালে নিতিন সন্দেসারার ফার্মাসিউটিকাল কম্পানি স্টার্লিং বায়োটেকের বিরুদ্ধে 5383 কোটি টাকার জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেছিল ED । তবে এখন ED-র দাবি মোট 14 হাজার 500 কোটি টাকার জালিয়াতির সঙ্গে যুক্ত নীতিন সন্দেসারা, দীপ্তি সন্দেসারা ও চেতন সন্দেসারা ।

ED-র অভিযোগ, বিভিন্ন দেশে ভুয়ো কম্পানি খুলে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল সন্দেসারা ভাইরা । এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, UCO ব্যাঙ্কের বিদেশের বিভিন্ন শাখা থেকে মোট 14 হাজার 500 কোটি টাকা ঋণ নিয়েছিল তারা । কিন্তু সেই ঋণ তারা শোধ করেনি । বিষয়টি সামনে আসতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় ED ।

তবে ED তদন্ত শুরু করতেই সপরিবারে দেশ ছাড়ে নীতিন ও তার ভাই চেতন । অভিযোগ, ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার জন্য 300-র বেশি ভুয়ো সংস্থা খুলেছিল সন্দেসারা ভাইরা । তাদের বিরুদ্ধে চলতি বছরের 11 মার্চ রেড কর্নার নোটিশ জারি করেছিল ইন্টারপোল । এখনও পর্যন্ত সন্দেসারা ভাইদের 9 হাজার 778 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED । তাদের দেশে ফেরানোর চেষ্টা চলছে ।

Last Updated : Jun 29, 2019, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details