কানপুর, 25 অগাস্ট : উত্তরপ্রদেশের কানপুরে একটি পুলিশ ব্যারাকের ছাদ ভেঙে পড়ল । ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে । তিনজন আহত বলে জানা গেছে । আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । মৃত পুলিশকর্মীর নাম অরবিন্দ ।
কানপুরে পুলিশ ব্যারাকের ছাদ ভেঙে মৃত 1 - কানপুর
সোমবার রাতের দিকে পুলিশ ব্যারাকের ছাদ ভেঙে পড়ে । উদ্ধারকাজে নামাতে হয় JCB ।
সোমবার রাতের দিকে পুলিশ ব্যারাকের ছাদটি ভেঙে পড়ে । কানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ প্রীতিন্দর সিং জানান, "ঘটনায় আমরা খুবই মর্মাহত । আমাদের তিনজন সহকর্মী আহত হয়েছেন । একজনের মৃত্যু হয়েছে । তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই । তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে । যথাযোগ্য মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে । "
ঘটনাস্থানে উদ্ধারকারী দল পৌঁছায় । পাশাপাশি কানপুর পৌরনিগমের তরফে কয়েকটি JCB পাঠানো হয় উদ্ধারকার্যের জন্য । পাশাপাশি পুলিশ কর্মীরাও উদ্ধারকাজে নামেন । পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হয় ।