দিল্লি, 4 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী ইশুতে উত্তপ্ত গোটা দেশ ৷ কাশ্মীর থেকে কর্নাটক, কলকাতা থেকে মুম্বই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন নাগরিকদের একাংশ ৷ এবার এই ইশু নিয়েই রোহিঙ্গা মুসলিমদের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর ৷
রোহিঙ্গাদের এদেশ ছাড়তেই হবে, CAA ইশুতে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর - Rohingya
নাগরিকত্ব আইন নিয়ে তোপ জিতেন্দ্র সিংয়ের ৷
শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, জম্মু-কাশ্মীর সহ গোটা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা হবে ৷ পরবর্তী ধাপের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি ৷
জিতেন্দ্রর কথায়, ''রোহিঙ্গাদের এ দেশ ছেড়ে যেতেই হবে ৷ বিশদে সবকিছু খতিয়ে দেখা হবে৷ এই আইনে তাদের কোনও লাভের ব্যাপার নেই ৷'' গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোধপুরের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন, নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এক ইঞ্চিও পিছু হটবে না BJP। শাহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মায়াবতী, কেজরিওয়াল, সমাজবাদী পার্টি, বামেরা জোট বেঁধে মানুষকে বিভ্রান্ত করছেন।