পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুর্ঘটনায় জ্বলল বাস ও মারুতি ভ্যান, জীবন্ত দগ্ধ 3 - road accident in karnatak

বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ৷ তিন জন যাত্রীর আগুনে ঝলসে মৃত্যু হয় ঘটনাস্থানেই ৷

image
টুমাকুরুতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

By

Published : Jan 4, 2020, 7:50 AM IST

Updated : Jan 4, 2020, 9:37 AM IST

টুমাকুরু, 4 জানুয়ারি : বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ৷ জ্বলন্ত ভ্যানে ঝলসে মৃত্যু হল তিন জন যাত্রীর ৷ গুরুতর আহত আরও দু’জন ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের টুমাকুরুর কাছে 206 নম্বর জাতীয় সড়কে ৷

মারুতি ওমনি ভ্যানের তিন জন যাত্রীর আগুনে ঝলসে প্রাণ হারায় ৷ ভ্যানের আরও দুই যাত্রী গুরুতর আহত হন ৷ বেসরকারি বাসটি বেঙ্গালুরু থেকে শিমোঙ্গায় আসছিল অন্যদিকে মারুতি ভ্যানটি নোশাহালি গ্রামের দিকে যাচ্ছিল ৷

মারুতি ভ্যানের একজন অসুস্থ ছিলেন ৷ তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল বাকিরা ৷ রাস্তাতেই ঘটে দুর্ঘটনা ৷ সংঘর্ষের তীব্রতায় আগুন লেগে যায় বাস ও ভ্যানে ৷ বাসের যাত্রীরা যদিও নিরাপদে রয়েছেন ৷

Last Updated : Jan 4, 2020, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details