আহমেদাবাদ, 16 মে : যেকোনও বিয়ের অনুষ্ঠানে সে যেতে ভালোবাসে । আর নাচেও ভালো । তাই গ্রামের কোনও বিয়ের অনুষ্ঠান হলেই তার ডাক পড়ে । হইচই-আনন্দে সকলকে মাতিয়ে রাখতে তার জুড়ি নেই । কিন্তু, মনে একটা ব্যথা ছিল । ইচ্ছা হত, নিজের বিয়ের অনুষ্ঠানেও যদি আনন্দ করতে পারতাম । তবে সেটা সম্ভব ছিল না । কারণ, তার মতো বিশেষ ভাবে সক্ষমের জন্য কনে পাওয়া যে দুষ্কর । তবে, ইচ্ছাপূরণে ত্রুটি রাখেননি পরিবারের সদস্যরা । কনে ছাড়াই বিয়ে হল বছর সাতাশের জয় বারতের । উৎসবে মাতল গোটা গ্রাম ।
গুজরাতের হিম্মতনগরের চামপলানার গ্রাম । সরকারি বাসের কনডাক্টর বিষ্ণু বারতের চার সন্তান । বড় ছেলে অজয় ছোটো থেকেই বিশেষ ভাবে সক্ষম । তাকে বিশেষভাবে সক্ষমদের স্কুলে ভরতি করা হয় । কিন্তু, পরিবারের অবস্থা স্বচ্ছল না হওয়ায় ছাড়িয়ে দেওয়া হয় স্কুল থেকে । যদিও অজয় ছোটো থেকেই খুব বুদ্ধিমান । বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুণ আয়ত্ব করে ফেলে সে । ভালো নাচতে পারে । হইচই, আনন্দ, মজা করে সবাইকে মাতিয়ে রাখতে পারে । গ্রামের বিয়ের অনুষ্ঠান হলেই ডাক পড়ে অজয়ের ।