পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"মোদি সরকার, কোরোনা যোদ্ধাদের এত অসম্মান কেন ?" টুইটারে প্রশ্ন রাহুলের - covid positive healthcare staff

কোরোনায় কতজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ? মৃত্যুই বা হয়েছে কতজনের ? তা নিয়ে কোনও তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই । এই খবর সামনে আসতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ।

রাহুল
রাহুল

By

Published : Sep 18, 2020, 1:28 PM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর: দেশে ক্রমে বাড়ছে কোরোনা সংক্রমণ । আক্রান্ত হয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মীও । অথচ কেন্দ্রীয় সরকারের কাছে এই সম্পর্কিত নাকি কোনও তথ্য নেই । আজ এই নিয়ে টুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । স্বাস্থ্যকর্মীদের প্রতি অবহেলার অভিযোগ তোলেন তিনি ।

আজ টুইটারে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে তিনি লেখন, "এই সরকারের কাছে কোনও তথ্যই থাকে না । থালা বাজানো, প্রদ্বীপ জ্বালানোর থেকেও সবচেয়ে জরুরি হল ওদের সুরক্ষা ও সম্মাম। মোদি সরকার, কেন কোরোনা যোদ্ধারা এত অপমানিত হচ্ছেন ? ।"

কোরোনায় আক্রান্ত ও মৃত স্বাস্থ্যকর্মীদের তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই । এই তথ্য সামনে আসার পরই কেন্দ্রীয় সরকারকে এনিয়ে আক্রমণ করলেন রাহুল গান্ধি ।

গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কটাক্ষ করতেও ছাড়েননি রাহুল গান্ধি । বেকারত্ব বৃদ্ধি নিয়ে তিনি লেখেন, "দেশে বেকারত্ব ক্রমাগত বেড়ে চলার জন্যই বর্তমান যুব সম্প্রদায় আজকের দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস নাম দিয়েছে ।" তাঁর প্রশ্ন, “রোজগার মর্যাদার সমতুল্য । সেই মর্যাদা থেকে সরকার কতদিন আর যুব সম্প্রদায়কে বঞ্চিত রাখবে?”

ABOUT THE AUTHOR

...view details