পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জামিনে থেকেও আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করেন কী করে ? রাহুলকে খোঁচা নির্মলার - contempt of court

রাফাল মামলা নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলল BJP। নির্মলা সীতারমন আজ অভিযোগ তোলেন, রাহুল গান্ধি বলেছেন, আদালত এই নির্দেশ দিয়ে মেনে নিয়েছে যে চৌকিদার চোর। এতে আমাদের আপত্তি আছে। এই কথা বলে রাহুল গান্ধি কার্যত আদালত অবমাননা করেছেন।

ফাইল ফোটো

By

Published : Apr 10, 2019, 5:02 PM IST

Updated : Apr 10, 2019, 5:07 PM IST

দিল্লি, 10 এপ্রিল : রাহুল গান্ধির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলল BJP। আজ দুপুরে দিল্লিতে BJP কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন দলের নেত্রী নির্মলা সীতারমন। সেখানে তিনি রাহুল গান্ধির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তিনি প্রশ্ন তোলেন, "জামিনে থেকেও কীভাবে আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করেন রাহুল ?"

কেন্দ্রীয় সরকারের আপত্তি খারিজ করে আজ শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, রাফাল মামলায় চুরি যাওয়া নথি ব্যবহার করা যাবে। এই নির্দেশের পর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে মামলার জন্য প্রয়োজনীয় নথি আদালতে পেশ করা হয়। শীর্ষ আদালতের পাশাপাশি কেন্দ্র এই নথি CAG (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল অফ ইন্ডিয়া)-র হাতেও তুলে দিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে BJP নেত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন আজ এক সাংবাদিক বৈঠক করে সংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সমালোচনা করেন।

নির্মলা সীতারমন বলেন, "শীর্ষ আদালত যে নথিগুলি চেয়েছিল, কেন্দ্রীয় সরকার তা দিয়েছে। আদালতের নির্দেশ নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু, রাহুল গান্ধি বলেছেন, আদালত এই নির্দেশ দিয়ে মেনে নিয়েছে যে চৌকিদার চোর। এতে আমাদের আপত্তি আছে। এই কথা বলে রাহুল গান্ধি কার্যত আদালত অবমাননা করেছেন।

Last Updated : Apr 10, 2019, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details