পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাহুল গান্ধি না রাউল ভিঞ্চি ! পরিচয় প্রমাণেই আটকে মনোনয়ন প্রক্রিয়া - vote

হলফনামায় নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে সঠিক তথ্য দেননি রাহুল গান্ধি। প্রশ্ন তুললেন আমেথির এক নির্দল প্রার্থী। ফলে স্থগিত হয়ে গেল মনোনয়নের স্ক্রুটিনি প্রক্রিয়া।

রাহুল গান্ধি

By

Published : Apr 21, 2019, 1:17 PM IST

দিল্লি, 21 এপ্রিল : হলফনামায় সঠিক তথ্য দেননি রাহুল গান্ধি । এই অভিযোগ ওঠায় স্ক্রুটিনি স্থগিতের নির্দেশ দিলেন আমেথির জেলাশাসক রাম মনোহর মিশ্রা । কাল ফের হবে স্ক্রুটিনি ।

গতকাল রাহুল গান্ধির শিক্ষাগত যোগ্যতা ও তাঁর এদেশের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন ধ্রুবলাল মনোহর নামে আমেথির এক নির্দল প্রার্থী । অভিযোগ অনুযায়ী, রাহুল গান্ধি তাঁর হলফনামায় জানিয়েছেন, তিনি 1994 সালে ফ্লোরিডার রোলিংস কলেজ থেকে BA পাস করেন । কিন্তু, 2004 সালের হলফনামায় তিনি এই তথ্য উল্লেখ করেননি । অন্যদিকে রাহুল হলফনামায় আরও জানান, তিনি 1995 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে M. Phil ডিগ্রি সম্পূর্ণ করেছেন । যদিও অভিযোগকারীর দাবি, রাহুল গান্ধি এই ডিগ্রি পেয়েছেন 2004-2005 সালে ।

ব্যাকপস লিমিটেডের অ্যানুয়াল রিটার্ন

কংগ্রেস সভাপতির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ধ্রুবলাল । তাঁর দাবি, কেমব্রিজ কলেজের ডিগ্রিতে তাঁর নাম রয়েছে রাউল ভিঞ্চি । রাহুল গান্ধি নয় । তাঁর আরও দাবি, 2004 সালের হলফনামায় রাহুল ব্রিটেনের ব্যাকপস লিমিটেডে তাঁর শেয়ার রয়েছে বলে উল্লেখ করেন । সেই কম্পানির রেকর্ড অনুযায়ী, তাঁর ঠিকানা ইউনাইটেড কিংডম । পাশাপাশি, তিনি যে ব্রিটিশ নাগরিক উল্লেখ রয়েছে তাও । এরপরই স্ক্রুটিনি স্থগিতের নির্দেশ দেন জেলাশাসক । যদিও রাহুলের আইনজীবী রাহুল কৌশিক এই অভিযোগের জবাব দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেন। ঠিক হয়েছে, কাল সকালে ফের হবে স্ক্রুটিনি ।

এদিকে, রাহুলের নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ময়দানে নেমেছে BJP-ও । BJP-র জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার সদস্য GVL নরসিমহা রাও সাংবাদিক বৈঠকে বলেন, "রাহুল গান্ধির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় আমরা আশ্চর্য হয়েছি । এই সংক্রান্ত কোনও জবাবও পায়নি । দেশবাসী সত্যটা জানতে উদগ্রীব । "

প্রত্যুত্তরে এক শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার কথায়, "ওদের বিরোধিতার মধ্যে কোনও সারবত্তা নেই । গত লোকসভা নির্বাচনের সময়তেও এই প্রশ্ন তোলা হয়েছিল । কিন্তু, ভিত্তিহীন হওয়ায় তা বাতিল হয়ে যায়। এবারও তাই হবে । "

ABOUT THE AUTHOR

...view details