পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"S-400, রাফালের উদ্দেশ্য পাকিস্তানের আকাশসীমায় যুদ্ধবিমানকে ধ্বংস করা" - রাফাল

রাফাল যুদ্ধবিমান এবং S-400 মিজ়াইল একসঙ্গে ভারতীয় বায়ুসেনা (IAF)-কে এই অঞ্চলের অন্য দেশের তুলনায় এগিয়ে দিয়েছে ৷ তাই, ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগে দু'বার ভাববে শত্রু দেশ ৷ এমনই মনে করেন অবসরপ্রাপ্ত এই বায়ুসেনা প্রধান

b s dhanoa
বি এস ধানোয়া

By

Published : Aug 3, 2020, 7:17 AM IST

দিল্লি, 3 অগাস্ট : রাফাল যুদ্ধবিমান ও S-400 মিজ়াইল নিয়ে উচ্ছ্বসিত অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া ৷ তিনি মনে করেন, আকাশে যুদ্ধের ক্ষেত্রে ভারতকে কৌশলগত সুবিধা দেবে রাফাল যুদ্ধবিমান ৷ তাঁর মতে, "নতুন এই যুদ্ধবিমান কেনার উদ্দেশ্য হল পাকিস্তানের আকাশসীমায় তাদের যুদ্ধবিমানকে ধ্বংস করা ৷ আমাদের আকাশসীমায় ঢোকার পর নয় ৷"

সংবাদসংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাফাল যুদ্ধবিমান এবং S-400 মিজ়াইল একসঙ্গে ভারতীয় বায়ুসেনা (IAF)-কে এই অঞ্চলের অন্য দেশের তুলনায় এগিয়ে দিয়েছে ৷ তাই, ভারতের বিরুদ্ধে যুদ্ধের আগে দু'বার ভাববে শত্রু দেশ ৷

তিনি বলেন, "S-400 মিজ়াইল এবং রাফালের উদ্দেশ্য পাকিস্তানি যুদ্ধবিমানকে তাদের আকাশসীমায় ধ্বংস করা ৷ আমাদের আকাশসীমায় ঢোকার পর নয় ৷" গতবছরের ফেব্রুয়ারিতে বালাকোট এয়ারস্ট্রাইকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "গতবছরের 27 ফেব্রুয়ারি বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানি যুদ্ধবিমান ভারতে ঢুকত না, যদি তখন ফ্রান্সের তৈরি এই রাফাল থাকত ৷"

দিন পাঁচেক আগে ভারতের হাতে পৌঁছে 5টি রাফাল যুদ্ধবিমান ৷ ফ্রান্স থেকে 7 হাজার কিমি পাড়ি দিয়ে আম্বালা বিমানঘাঁটিতে পৌঁছেছে ৷

ABOUT THE AUTHOR

...view details