দিল্লি, 26 সেপ্টেম্বর : অবশেষে ইতি পড়ল সম্পর্কে । NDA জোট ছেড়ে বেরিয়ে এল শিরোমণি অকালি দল । BJP-র সবথেকে পুরোনা রাজনৈতিক জোটসঙ্গী অকালি দল । কিন্তু এবার বিতর্কিত কৃষি বিল ইশুতে দীর্ঘদিনের বন্ধুত্বে ছেদ পড়ল ।
জোটে থাকা হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দলের কোর কমিটির বৈঠক ডেকেছিল অকালি দল । বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, BJP-র নেতৃত্বাধীন NDA জোটে আর থাকবে না শিরোমণি অকালি দল । কৃষি বিলগুলি নিয়ে কেন্দ্রের একগুঁয়ে মনোভাবের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছেন অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদল । টুইটারে তিনি লিখেছেন, “ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে কোনও আশ্বাস পাওয়া যায়নি । পাশাপাশি পঞ্জাবি ও শিখদের ইশুগুলি নিয়েও কেন্দ্র বরাবর অসংবেদনশীল । সেই কারণেই দলের কোর কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ।”
তাঁর কথায়, "সম্প্রতি কেন্দ্র কৃষি সংক্রান্ত তিনটি বিল পেশ করেছে । এই বিলগুলি সরাসরিভাবে কৃষক, খেতমজুর ও ফসল বিক্রেতাদের উপর বিরূপ প্রভাব ফেলবে । আমরা সংসদে বলেছিলাম যে কৃষি বিলগুলির বিষয়ে কেন্দ্র আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি ।"
তিনি আরও বলেন, বিগত মাস দুয়েক ধরে শিরোমণি অকালি দল কৃষকদের সমস্যা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছে । বিলগুলির প্রভাব নিয়েও সরকারকে বলা হয়েছিল । কিন্তু কোনও লাভ হয়নি । আমাদের কথা শুনতে চায়নি কেন্দ্র । প্রতিবাদে হরসিমরত কউর বাদল মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেছেন ।"