পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NDA ছাড়ল শিরোমণি অকালি দল - বিতর্কিত কৃষি বিল

“ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে কোনও আশ্বাস পাওয়া যায়নি । পাশাপাশি পঞ্জাবি ও শিখদের ইশুগুলি নিয়েও কেন্দ্র বরাবর অসংবেদনশীল । সেই কারণেই দলের কোর কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ।” টুইটারে জানালেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল ।

সুখবীর সিং বাদল
সুখবীর সিং বাদল

By

Published : Sep 26, 2020, 11:32 PM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : অবশেষে ইতি পড়ল সম্পর্কে । NDA জোট ছেড়ে বেরিয়ে এল শিরোমণি অকালি দল । BJP-র সবথেকে পুরোনা রাজনৈতিক জোটসঙ্গী অকালি দল । কিন্তু এবার বিতর্কিত কৃষি বিল ইশুতে দীর্ঘদিনের বন্ধুত্বে ছেদ পড়ল ।

জোটে থাকা হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দলের কোর কমিটির বৈঠক ডেকেছিল অকালি দল । বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, BJP-র নেতৃত্বাধীন NDA জোটে আর থাকবে না শিরোমণি অকালি দল । কৃষি বিলগুলি নিয়ে কেন্দ্রের একগুঁয়ে মনোভাবের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছেন অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং বাদল । টুইটারে তিনি লিখেছেন, “ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে কোনও আশ্বাস পাওয়া যায়নি । পাশাপাশি পঞ্জাবি ও শিখদের ইশুগুলি নিয়েও কেন্দ্র বরাবর অসংবেদনশীল । সেই কারণেই দলের কোর কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ।”

তাঁর কথায়, "সম্প্রতি কেন্দ্র কৃষি সংক্রান্ত তিনটি বিল পেশ করেছে । এই বিলগুলি সরাসরিভাবে কৃষক, খেতমজুর ও ফসল বিক্রেতাদের উপর বিরূপ প্রভাব ফেলবে । আমরা সংসদে বলেছিলাম যে কৃষি বিলগুলির বিষয়ে কেন্দ্র আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি ।"

তিনি আরও বলেন, বিগত মাস দুয়েক ধরে শিরোমণি অকালি দল কৃষকদের সমস্যা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছে । বিলগুলির প্রভাব নিয়েও সরকারকে বলা হয়েছিল । কিন্তু কোনও লাভ হয়নি । আমাদের কথা শুনতে চায়নি কেন্দ্র । প্রতিবাদে হরসিমরত কউর বাদল মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেছেন ।"

আরও পড়ুন : ‘‘জোট গুরুত্বপূর্ণ , কিন্তু দলের একটা আদর্শ আছে’’

প্রসঙ্গত, 17 সেপ্টেম্বর লোকসভায় চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে পাশ হয়ে যায় কৃষি সংক্রান্ত তিনটি বিতর্কিত বিল । বিলগুলিকে কৃষক বিরোধী বলে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন অকালি দলের একমাত্র প্রতিনিধি হরসিমরত কউর বাদল ।

BJP-র তরফে বরাবর বলা হয়ে আসছে, বিলগুলি কৃষিক্ষেত্রে বড়-সড় আকারের সংস্কার নিয়ে আসবে । অকালি দল শুরুতে এই বিলের সমর্থনেই ছিল । কিন্তু পঞ্জাবে বাড়তে থাকা প্রতিবাদের জেরে বিলটি আপাতত স্থগিত রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেছিল অকালি দল । কিন্তু কেন্দ্র সংসদে এই বিলগুলি পেশ করার সিদ্ধান্ত থেকে পিছপা হয় না । এরপরই মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন হরসিমরত । তবে তখনও জোট ছেড়ে বেরিয়ে আসেননি অকালি দলের সুপ্রিমো সুখবীর সিং । বলা হয়েছিল, বাইরে থেকেই সরকারকে সমর্থন দিয়ে যাবে তাঁদের দল ।

আরও পড়ুন : "অন্নদাতারা যেন অভুক্ত না থাকেন", বিল ফেরাতে রাষ্ট্রপতিকে অনুরোধ সুখবীরের

এরইমধ্যে রাজ্যসভাতেই পাশ হয়ে যায় বিতর্কিত তিনটি কৃষি বিলের মধ্যে দু'টি । পঞ্জাবে কৃষকদের প্রতিবাদ আরও তীব্র আকার ধারণ করে । এই পরিস্থিতিতে রাষ্ট্রপতিরও দ্বারস্থ হয় অকালি দল । রামনাথ কোবিন্দের কাছে আবেদন করা হয়, যাতে বিতর্কিত বিলগুলির পুনর্বিবেচনার জন্য রাজ্যসভায় ফেরত পাঠানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details