পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে চিঠি, ''ভুয়ো মামলা''-য় নিষ্কৃতি চান পঞ্জাবের দুই তরুণী - 420 case

ভিসা জালিয়াতির মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে চিঠি পঞ্জাবের দুই তরুণীর ।

সেই চিঠি

By

Published : Jul 6, 2019, 1:17 PM IST

জলন্ধর, 6 জুলাই : জালিয়াতির মামলায় ফাঁসানো হয়েছে । ভিসা জালিয়াতিতে দুর্নীতিগ্রস্ত তকমা দেওয়া হয়েছে তাঁদের । সারাক্ষণ আতঙ্কের পরিবেশে দিন কাটছে, এমনটাই চিঠি লিখে জানালেন পঞ্জাবের দুই তরুণী । রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন তাঁরা, তবে রক্ত দিয়ে।

রাষ্ট্রপতি কোনওরকম ব্যবস্থা না নিলে নিষ্কৃতি মৃত্যুর আবেদনও জানিয়েছেন তাঁরা দুই পরিবারের জন্য ।
চিঠিতে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী 'কবুতরবাজি' (ভিসা জালিয়াতির) মামলায় ফাঁসানো হয়েছে তাঁদের । পুলিশ কোনওরকম কথা শুনতেই রাজি হচ্ছে না তাঁদের।
পঞ্জাবের মোগার পুলিশ অফিসার কুলজিন্দর সিং এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন । তিনি বলেন, এই বিষয়ে তদন্ত হচ্ছে।

কুলজিন্দরের কথায়, ওই দুই তরুণী এসে তাঁকে জানিয়েছিল, আর্থিক সমস্যা সংক্রান্ত কাজ করে তাঁরা । একটি চেকও দেওয়া হয় তাঁদের । কিন্তু তাঁদের নাম এর পর অভিযোগ আনা হয়, এক ব্যক্তির ছেলেকে বিদেশে পাঠানোর নামে নাকি তাঁরা টাকাপয়সা নিয়েছে ।

রাষ্ট্রপতির কাছে ওই দুই তরুণী চিঠি দিয়েছে, এই সংক্রান্ত কোনও সরকারি তথ্য তিনি পাননি বলেও জানান কুলজিন্দর । তদন্তে কোনওরকম সাহায্যও করছেন না অভিযুক্ত দু'জন, এমনটাও বলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details