জলন্ধর, 6 জুলাই : জালিয়াতির মামলায় ফাঁসানো হয়েছে । ভিসা জালিয়াতিতে দুর্নীতিগ্রস্ত তকমা দেওয়া হয়েছে তাঁদের । সারাক্ষণ আতঙ্কের পরিবেশে দিন কাটছে, এমনটাই চিঠি লিখে জানালেন পঞ্জাবের দুই তরুণী । রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন তাঁরা, তবে রক্ত দিয়ে।
রাষ্ট্রপতি কোনওরকম ব্যবস্থা না নিলে নিষ্কৃতি মৃত্যুর আবেদনও জানিয়েছেন তাঁরা দুই পরিবারের জন্য ।
চিঠিতে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী 'কবুতরবাজি' (ভিসা জালিয়াতির) মামলায় ফাঁসানো হয়েছে তাঁদের । পুলিশ কোনওরকম কথা শুনতেই রাজি হচ্ছে না তাঁদের।
পঞ্জাবের মোগার পুলিশ অফিসার কুলজিন্দর সিং এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন । তিনি বলেন, এই বিষয়ে তদন্ত হচ্ছে।