পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্রের পালটা তিনটি কৃষি বিল বিধানসভায় আনলেন অমরিন্দর - পঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশন

কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাব বিধানসভায় প্রস্তাব ৷ কেন্দ্রের কৃষি আইনের পালটা তিনটি কৃষি বিল আনলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ বললেন, কেন্দ্রের আইন পঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের স্বার্থের পরিপন্থী ৷

punjab_cm_ moves_resolution_against_centre's_farm_laws_and_tables_bills
কেন্দ্রের পাল্টা তিনটি কৃষি বিল বিধানসভায় আনলেন অমরিন্দর

By

Published : Oct 20, 2020, 12:55 PM IST

চণ্ডীগড়, 20 অক্টোবর :কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে এবার পঞ্জাব বিধানসভায় প্রস্তাব আনলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ কেন্দ্রের সংশোধিত কৃষি আইনের বিরোধিতায় পঞ্জাব বিধানসভায় বিশেষ অধিবেশন চলছে ৷ আজ, মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনে পরিষদীয় দলনেতা এদিন এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন ৷ কেন্দ্রের কৃষি বিলগুলির পালটা তিনটি বিলও বিধানসভায় এনেছেন অমরিন্দর সিং ৷ বিধানসভায় তিনি বলেন, কৃষি যে রাজ্যের বিষয় তা অগ্রাহ্য করছে কেন্দ্র ৷ সংসদে যে কৃষি বিলগুলি পাস করিয়ে আইনে পরিণত করা হয়েছে তা পঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকদের স্বার্থের পরিপন্থী বলেও মন্তব্য করেন অমরিন্দর ৷

মুখ্যমন্ত্রী অমরিন্দর বিধানসভার বিশেষ অধিবেশনে যে তিনটি কৃষি বিল এনেছেন সেগুলি হল 'ফার্মারস প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন ও ফেসিলিটেশন) স্পেশাল প্রভিশনস অ্যান্ড পঞ্জাব অ্যামেন্ডমেন্ট বিল 2020', 'এসেন্সিয়াল কমোডিটিজ় (স্পেশাল প্রভিশনস অ্যান্ড পঞ্জাব অ্যামেন্ডমেন্ট) বিল 2020' এবং 'ফার্মারস (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস (স্পেশাল প্রভিশনস অ্যান্ড পঞ্জাব অ্যামেন্ডমেন্ট) বিল 2020'৷

ABOUT THE AUTHOR

...view details