দিল্লি, 27 ডিসেম্বর: "মন কি বাত" অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন থালা বাজিয়ে, স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা ৷ মূলত তিনটি জায়গায় এইভাবে বিক্ষোভ দেখালেন কৃষকরা ৷ সেগুলি হল সিঙ্ঘু সীমান্ত, ফিরোদকোট এবং বিজেপি শাসিত হরিয়ানার রোহতকে ৷
গত রবিবারেই ঘোষণা করা হয়েছিল, আজ, "মন কি বাত"-এ প্রধানমন্ত্রী যখন ভাষণ দেবেন তখন প্রতিবাদে "থালি বাজাও" আন্দোলন করা হবে ৷ সেদিন স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব জানিয়েছিলেন, "আগামী 27 ডিসেম্বর প্রধানমন্ত্রী যখন "মন কি বাত" অনুষ্ঠানে ভাষণ দেবেন সেই সময় আমরা থালা বাজাব, যাতে করে ওঁর ভাষণ আমাদের কান অবধি না এসে পৌঁছায় ৷