পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মনের কথা শুনতে নারাজ, থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের - "থালা বাজা"ও আন্দোলন কৃষকদের

সিঙ্ঘু সীমান্ত, ফিরোদকোট এবং বিজেপি শাসিত হরিয়ানার রোহতকে "মন কি বাত" অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন থালা বাজিয়ে, স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন কৃষকরা ৷

protesting-farmers-by-clang-thalis-when-pm-addresses-mann-ki-baat
protesting-farmers-by-clang-thalis-when-pm-addresses-mann-ki-baat

By

Published : Dec 27, 2020, 1:57 PM IST

দিল্লি, 27 ডিসেম্বর: "মন কি বাত" অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন থালা বাজিয়ে, স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা ৷ মূলত তিনটি জায়গায় এইভাবে বিক্ষোভ দেখালেন কৃষকরা ৷ সেগুলি হল সিঙ্ঘু সীমান্ত, ফিরোদকোট এবং বিজেপি শাসিত হরিয়ানার রোহতকে ৷

গত রবিবারেই ঘোষণা করা হয়েছিল, আজ, "মন কি বাত"-এ প্রধানমন্ত্রী যখন ভাষণ দেবেন তখন প্রতিবাদে "থালি বাজাও" আন্দোলন করা হবে ৷ সেদিন স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব জানিয়েছিলেন, "আগামী 27 ডিসেম্বর প্রধানমন্ত্রী যখন "মন কি বাত" অনুষ্ঠানে ভাষণ দেবেন সেই সময় আমরা থালা বাজাব, যাতে করে ওঁর ভাষণ আমাদের কান অবধি না এসে পৌঁছায় ৷

আরও পড়ুন: মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে ফের আলোচনা কৃষকদের


এদিকে আন্দোলন চালিয়ে গেলেও কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে নতুন কৃষি আইন নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্ঘু সীমান্ত আন্দোলনরত কৃষকরা ৷ মঙ্গলবার (29 ডিসেম্বর) বৈঠকের প্রস্তাব দিয়েছে তারা ৷ তবে, নতুন কৃষি আইন বাতিল ও এমএসপি-র দাবি থেকে যে তারা সরছে না, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের, সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে কৃষক সংগঠনগুলি

ABOUT THE AUTHOR

...view details