পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা : প্রিন্ট মিডিয়ার কর্ণধারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রীর - প্রিন্ট মিডিয়া কর্ণধার

বর্তমান হালহকিকত নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়ার কর্ণধারদের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্সে কথা বললেন প্রধানমন্ত্রী ৷ ছিলেন ইনাডু গ্রুপের কর্ণধার শ্রী রামোজি রাও, দৈনিক ভাস্করের তরফে সুধীর আগরওয়াল, সংবাদ প্রতিদিনের শ্রীঞ্জয় বসু-সহ অনেকেই ৷

ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রীর
ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রীর

By

Published : Mar 24, 2020, 3:05 PM IST

দিল্লি, 24 মার্চ : দিন দিন জাঁকিয়ে বসছে কোরোনা আতঙ্ক ৷ জরুরি পরিষেবা ছাড়া কার্যত সবকিছুই অধরা হয়ে উঠেছে দেশবাসীর কাছে ৷ সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সকলকে গৃহবন্দী থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কেন্দ্রের তরফে বারংবার একই কথা বলা হচ্ছে ৷ কিন্তু, এই পরিস্থিতিতেও কর্তব্যে অটল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ৷ সেই তালিকায় রয়েছে সংবাদমাধ্যম ৷ বর্তমান হালহকিকত নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়ার কর্ণধারদের সঙ্গে আজ ভিডিয়ো কনফারেন্সে কথা বললেন প্রধানমন্ত্রী ৷ ছিলেন ইনাডু গ্রুপের কর্ণধার শ্রী রামোজি রাও, দৈনিক ভাস্করের তরফে সুধীর আগরওয়াল, সংবাদ প্রতিদিনের সৃঞ্জয় বসু-সহ অনেকেই ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সারা বিশ্বে মৃতের সংখ্যা 14 হাজারেরও বেশি ৷ আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ ৷ ট্রেন, মেট্রো ও আন্তঃরাজ্য বাস বন্ধ করা হয়েছে ৷ বিভিন্ন বিমান পরিষেবাও আগামীকালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে ৷ বর্তমানে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 482 ৷ এখনও পর্যন্ত ন'জন মারা গেছেন ৷ এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে রাত 8টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

শুধু আজ প্রিন্ট মিডিয়ার সঙ্গে নয়, গতকাল শিল্পমহল ও বৈদ্যুতিন মাধ্যমের কর্ণধারদের সঙ্গেও ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন তিনি ৷ শুধু কর্ণধারদের সঙ্গেই বৈঠক নয়, সাধারণ মানুষকেও টুইটের মাধ্যমে বারবার সাবধান করছেন তিনি ৷ অনুরোধ করছেন, ঘরে থাকার ৷ নিজেকে, পরিবারকে রক্ষা করার ৷

ABOUT THE AUTHOR

...view details