পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী নিজে পিএম কেয়ারস ফান্ডে দান করেছিলেন 2.25 লাখ - নরেন্দ্র মোদি

কন্যা, শিশু শিক্ষা থেকে শুরু করে গঙ্গা সংস্কার বা পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নের স্বার্থে এর আগেও প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য করেছেন । PMO সূত্রে খবর, পি এম কেয়ারস ফান্ড তৈরি হওয়ার পরই 2.25 লাখ টাকা দান করেছিলেন প্রধানমন্ত্রী ।

মোদি
modi

By

Published : Sep 3, 2020, 2:31 PM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : পি এম কেয়ারস ফান্ড তৈরি হওয়ার পর পরই 2.25 লাখ টাকা দান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী অফিস বা PMO সূত্রে খবর এমনই ।

দেশে কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ও জরুরিকালীন অবস্থায় সাধারণ মানুষকে ত্রাণ ও প্রয়োজনীয় সাহায্য দিতে তৈরি করা হয়েছিল এই পিএম কেয়ারস ফান্ড । এই তহবিল গঠন প্রশংসা যেমন পেয়েছিল তেমনই জুটেছিল বিরোধীদের কটাক্ষও । কংগ্রেস ও অন্যান্য দলগুলি পি এম কেয়ারস ফান্ডের আইনগত বৈধতা নিয়েও বার বার প্রশ্ন তোলে । রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন ছিল, ঠিক কী কারণে এই তহবিল গঠন করা হয়েছে তা স্পষ্ট নয় । এই তহবিলের অডিট নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে ।

পরে এই নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, এই পিএম কেয়ারস ফান্ড হল একটি ভলান্টিয়ারি ফান্ড । এর মাঝেই PMO সূত্রে খবর, পিএম কেয়ারস ফান্ড তৈরি হওয়ার পরই নিজের পকেট থেকে 2.25 লাখ টাকা দান করেছিলেন প্রধানমন্ত্রী । কন্যা, শিশু শিক্ষা থেকে শুরু করে গঙ্গা সংস্কার বা পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নের স্বার্থে এর আগেও প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য করেছেন । যে সাহায্যের পরিমাণ বর্তমানে 103 কোটি টাকা ছাড়িয়েছে ।

PMO-র তরফে আরও জানানো হয়, গত বছরই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার সাফাই কর্মীদের জীবনযাত্রার উন্নয়নের স্বার্থে নিজের ব্যক্তিগত জমানো টাকা থেকে 21 লাখ টাকা দান করেছিলেন প্রধানমন্ত্রী । দক্ষিণ কোরিয়ায় সিওল শান্তি পুরস্কার পাওয়ার পর সেই মূল্যও গঙ্গা সংস্কারের কাজে দান করেছিলেন তিনি । যার পরিমাণ ছিল 1.3 কোটি । এছাড়াও নিজের মেমেন্টো ও নানা পুরস্কার মূল্য বাবদ 3.40 কোটি টাকা, একবার 8.35 কোটি টাকা দান করেছিলেন তিনি । যা নমমে গঙ্গা মিশনে বরাদ্দ হয়েছে ।

শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে নয় । গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের জমানো টাকা থেকে 21 লাখ তিনি গুজরাতের সরকারি কর্মচারীদের কন্যার শিক্ষার জন্য দান করেছিলেন । সেই সময় সমস্ত উপহার ও পুরস্কার মূল্য বাবদ 89.96 কোটি টাকা কন্যা কেলাবাণী ফান্ডে দান করেন ।

ABOUT THE AUTHOR

...view details