দিল্লি, 20 অগাস্ট : আজ শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে । যদিও ভেন্টিলেশনেই রয়েছেন প্রণব মুখোপাধ্য়ায় । দিল্লির সেনা হাসপাতালের বুলেটিন থেকে একথা জানা গেছে। সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শ্বাসক্রিয়ার প্যারামিটারগুলির সামান্য উন্নতি হয়েছে । তবে এখনও তিনি ভেন্টিলেশনেই । গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে । বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে ।
শারীরিক অবস্থার সামান্য উন্নতি, ভেন্টিলশনেই প্রণব
আজ সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শ্বাসক্রিয়ার প্যারামিটারগুলিতে সামান্য উন্নতি দেখা গিয়েছে । তবে এখনও ভেন্টিলেশনেই তিনি ।
10 অগাস্ট বাথরুমে পড়ে যান প্রণববাবু । মাথায় আঘাত লাগে । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত । সংকটজনক অবস্থায় মাথায় অস্ত্রোপচার হয় । মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত বের করা হয় ।
তাঁর শরীরের রক্তচাপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে । গতকাল শারীরিক অবস্থার অবনতি হয় প্রণব মুখোপাধ্যায়ের । ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে । আজ অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।