জয়পুর, 5 জুন : রাজস্থানের ভিলওয়ারা জেলা টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। 450 টির উপর টেক্সটাইল ইউনিট রয়েছে এই জেলায়। তবে শিল্পের উন্নতির পাশাপাশি বায়ু দূষণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ভিলওয়ারা জেলার শিল্পপ্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ম বিধি না মেনেই চলছে। এক পরিবেশবিদ জানান, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড পরিবেশ দূষণ ও তার ফলাফল সম্পর্কে মানুষকে সচেতন করেন, তবে সেই সচেতনতা প্রচার শুধু বিশ্ব পরিবেশ দিবসেই সীমিত থাকে।
ভিলওয়ারা টেক্সটাইল ট্রেড ফেডারেশনের মুখ্য সভাপতি প্রেম স্বরূপ গর্গ বলেন, " বিভিন্ন ধরনের দূষণ রোধে সরকারের তরফ থেকে নতুন নিয়মাবলী ও পদ্ধতি আরোপ করা হয়েছে। কিন্তু বহু শিল্পপ্রতিষ্ঠানই সরকারের বারবার সাবধান বাণী অমান্য করেই এই সমস্ত নিয়ম মানছেন না। আমার মনে হয়, সকল শিল্প প্রতিষ্ঠানের উচিত একজোটে এগিয়ে আসা এবং দূষণ সম্পর্কে ভাবনা চিন্তা করা। তবেই একমাত্র বায়ু দূষণের পরিমাণ কমানো সম্ভব হবে। "