পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধোনিকে অবসরের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর, ধন্যবাদ মাহির

শুভেচ্ছাবার্তার জন্য এবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ।

MS Dhoni
অবসরের শুভেচ্ছা জানিয়ে ধোনিকে চিঠি প্রধানমন্ত্রীর

By

Published : Aug 20, 2020, 4:14 PM IST

দিল্লি, 20 অগাস্ট : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানানোর পর মহেন্দ্র সিং ধোনির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ভরে যায় ভক্তদের আবেগপ্রবণ পোস্টে । তাঁকে অবসর জীবনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন বলিউড তারকা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন প্রাক্তন অধিনায়ককে । শুভেচ্ছাবার্তার জন্য এবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ।

দুই পাতা জুড়ে লেখা ওই চিঠিতে 16 বছর ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা করার জন্য মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী । লিখেছেন, "আপনার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আপনি একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন যা স্বাভাবিকভাবেই গোটা দেশের মানুষের আলোচনার মুখ্য বিষয়ে পরিণত হয়েছে । 130 কোটি ভারতীয় হতাশ হয়েছে । কিন্তু একইসঙ্গে আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তাঁর জন্য চিরকৃতজ্ঞ ।"

প্রধানমন্ত্রীর পাঠানো চিঠির প্রতিলিপি

এই সংক্রান্ত আরও খবর :রণজি থেকে বিশ্বজয় : ক্যাপ্টেন কুলের কেরিয়ারের বর্ণময় সব মুহূর্ত

প্রধানমন্ত্রীর এই চিঠির উত্তরে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধোনি লিখেছেন, "একজন শিল্পী, একজন জওয়ান বা একজন ক্রীড়াব্যক্তিত্ব সবসময় একটাই জিনিস কামনা করেন । তা হল প্রশংসা । কামনা করেন, যে কঠোর পরিশ্রম এবং ত্যাগ তাঁরা করছেন, সেটি সকলের নজরে আসুক এবং প্রশংসিত হোক । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই তাঁর প্রশংসা এবং শুভকামনার জন্য ।

মহেন্দ্র সিং ধোনির টুইটার

এই সংক্রান্ত আরও খবর :না বিদায়ী টেস্ট, না ফেয়ারওয়েল ম্যাচ ; নিজস্ব স্টাইলেই শেষ করলেন মাহি

দেশের 74 তম স্বাধীনতা দিবসের দিনে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের অবসরের কথা ঘোষণা করেন তিনি । একটা যুগের শেষ । একটা বর্ণময় ক্রিকেট কেরিয়ারের ইতি ৷ ধোনির ঝুলিতে আছে একাধিক সাফল্য ৷ ক্রিকেটের সব ফর্ম্যাটেই দাপট দেখিয়েছে মাহির নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপ, টেস্টে এক নম্বর দল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ান ডে বিশ্বকাপ কী নেই সেখানে ৷ 2008 ও 2009 সালে ICC ওয়ান ডে ক্রিকেটার অফ দা ইয়ার নির্বাচিত হন মাহি ৷ 2007 সালে রাজীব গান্ধি খেলরত্ন, 2009 সালে পদ্মশ্রী, ও 2018 সালে পদ্মবিভূষণে সম্মানিত হন ৷

এই সংক্রান্ত আরও খবর :ধোনির হাত ধরে এসেছে যে যে রেকর্ড

ABOUT THE AUTHOR

...view details