পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"রাষ্ট্রসুরক্ষাই ব্রত... " রাফালের অবতরণে প্রধানমন্ত্রী

"রাষ্ট্রের সুরক্ষাই পুণ্য, রাষ্ট্রের সুরক্ষাই ব্রত, রাষ্ট্রের সুরক্ষাই যজ্ঞ ।" আম্বালায় প্রথম পাঁচটি রাফাল যুদ্ধবিমান আসার পর টুইট প্রধানমন্ত্রীর ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Jul 29, 2020, 4:56 PM IST

দিল্লি, 29 জুলাই : প্রথম দফায় পাঁচটি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই এসে পৌঁছেছে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে । রাফালের আগমনে ভারতের বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়েছে বলে টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী । এবার রাফালকে স্বাগত জানিয়ে সংস্কৃতে টুইট করলেন প্রধানমন্ত্রী ।

টুইটে রাফালের উদ্দেশে তিনি লেখেন, "রাষ্ট্রের সুরক্ষাই পুণ্য, রাষ্ট্রের সুরক্ষাই ব্রত, রাষ্ট্রের সুরক্ষাই যজ্ঞ ।"

ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা দাসোর কাছ থেকে মোট 36 টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত । প্রথম দফায় পাঁচটি যুদ্ধবিমান ভারতে এসেছে । মাঝপথে জ্বালানি ভরতে হয়েছে । ভারতীয় বায়ুসেনার পাইলটরাই এই জ্বালানি ভরার কাজ করেছেন । এক্ষেত্রে ফ্রান্স বায়ুসেনার দুটি A330 ফোয়েনিক্স মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট সাহায্য করেছে ভারতীয় পাইলটদের ৷ 2016 সালে 36টি রাফালের জন্য ভারত ফ্রান্সের সঙ্গে 60 হাজার কোটি টাকার চুক্তি করে ৷ এর মধ্যে 30টি ফাইটার জেট থাকবে এবং ছয়টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে ৷

এদিকে আম্বালা বিমানঘাঁটিতে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে । উল্লেখ্য, এই বিমানঘাঁটি পাকিস্তান ও চিন সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত । তাই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে । 3 কিলোমিটার ব্যাসার্ধে কোনও ড্রোন ওড়ানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সেনার তরফে ।

ABOUT THE AUTHOR

...view details