পটনা , 28 অক্টোবর : বিহারে প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে । সোমবার শেষ হয়েছে প্রথম দফার ভোটের প্রচার । এবার দ্বিতীয় দফার ভোটের আগে আজ ফের নির্বাচনী প্রচারে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি আজ মোট তিনটি নির্বাচনী সভা করবেন দ্বারভাঙা , মুজ়াফফরপুর এবং পটনায় । এই নিয়ে এটা বিহারে প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্বাচনী প্রচার সফর । একইদিনে নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন রাহুল গান্ধিও । বিহারে প্রথম দফা নির্বাচনের আগেও একইদিনে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছিলেন মোদি ও রাহুল ।
দ্বারভাঙায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে দ্বারভাঙা জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈঠক করেছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) । কোরোনা পরিস্থিতিতে সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে । কর্মকর্তারা জানিয়েছেন, সভাস্থানে কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের RT-PCR পরীক্ষা করা হয়েছে । NDA-র তরফে জানানো হয়েছে , অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও BJP জেনেরাল সেক্রেটারি ভূপেন্দ্র যাদব ।