পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শোনাচ্ছেন নিজেদের কাহিনি, নারীদের হাতে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ছাড়লেন প্রধানমন্ত্রী - Womens Day

সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে 24 ঘণ্টার জন্য সাইন অফ করলেন প্রধানমন্ত্রী ৷

Narendra Modi
মোদি

By

Published : Mar 8, 2020, 10:51 AM IST

Updated : Mar 8, 2020, 1:18 PM IST

দিল্লি, 8 মার্চ : কথা মতো 24 ঘণ্টার জন্য সোশাল মিডিয়া থেকে সাইন অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সোশাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিতে জায়গা করে নিলেন বাছাই করা সাত মহিলা । বলতে শুরু করলেন তাঁদের গল্প ।

আজ সোশাল মিডিয়া থেকে বিদায় নেবেন বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ কেন তিনি সোশাল মিডিয়া থেকে বিদায় নিচ্ছেন, তা নিয়ে জল্পনা শুরু হয় । অনেকেই আবেদন করে লেখেন, "ছেড়ে যাবেন না স্যার" । পরে প্রধানমন্ত্রী জানান, যেসব মহিলা তাঁদের কাজের মাধ্যমে প্রতিনিয়ত বাকিদের অনুপ্রেরণা জোগাচ্ছেন, নারী দিবসে তাঁর অ্যাকাউন্ট থাকবে তাঁদেরই হাতে । সেই মতো একটি হ্যাশট্যাগও চালু করেন তিনি ৷ নিজেদের কাহিনি তুলে ধরার জন্য মহিলাদের আহ্বান জানিয়েছিলেন তিনি ৷

এবার সেই মতো আজ সকালে নিজের সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে বিদায় নিলেন প্রধানমন্ত্রী ৷ আজ এক টুইটে তিনি জানান, "বিশ্ব নারী দিবসের অভিনন্দন ৷ আমাদের নারীশক্তির সাহসিকতা ও কাজ করার ক্ষমতাকে সেলাম জানাই ৷ আমি কয়েকদিন আগে যেমনটা বলেছিলাম, আমি আজ বিদায় নিচ্ছি ৷ আজ সারাদিন ধরে সাত মহিলা, যাঁরা জীবনে বা কর্মক্ষেত্রে সাফল্য পেয়েছেন, তাঁরা তাঁদের জীবন কাহিনি আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের জানাবেন ৷ আপনাদের সঙ্গে হয়তো কথাও বলবেন তাঁরা ৷"

প্রধানমন্ত্রী আরও লেখেন, "দেশের বিভিন্ন প্রান্তে আমাদের মহিলারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেয়েছেন ৷ তাঁদের সংগ্রাম ও আত্মবিশ্বাসের কাহিনী লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জোগাবে ৷ আসুন, সেই মহিলাদের থেকে আজ তাঁদের জীবনকাহিনি জানি ৷"

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে তাঁদের জীবনের গল্প বলতে শুরু করে দিয়েছেন মহিলারা ৷ স্নেহা মোহনদস নামে এক মহিলা সেখানে তাঁর উদ্যোগের কথা জানিয়েছেন । যার নাম- ফুড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ গৃহহীন মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়াটাই তাঁর জীবনের লক্ষ্য ৷

Last Updated : Mar 8, 2020, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details