পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রবিবার কি সত্যিই বন্ধ করবেন সোশাল মিডিয়া ? নীরবতা ভাঙলেন মোদি - Womens Day

সমস্ত সোশাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ইচ্ছা জানিয়ে গতকালই টুইট করেছিলেন নরেন্দ্র মোদি ৷ এবার সেই প্রসঙ্গে নিজের নীরবতা ভাঙলেন তিনি ৷ কী বলছেন প্রধানমন্ত্রী ?

Narendra Modi
মোদি

By

Published : Mar 3, 2020, 3:00 PM IST

দিল্লি, 3 মার্চ : প্রধানমন্ত্রী তাঁর সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা ৷ হঠাৎ করে কেন নরেন্দ্র মোদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব কিছু থেকে বিদায় নেবেন ? এই নিয়ে বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছিল প্রতিক্রিয়া ৷ এবার সেই জল্পনার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী নিজেই ৷

আগামী রবিবার (8 মার্চ) সোশাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন বলে জানিয়েছিল নরেন্দ্র মোদি ৷ আর সেইদিনেই তাঁর সোশাল মিডিয়ার দখল নেবেন মহিলারা ৷ যেসব মহিলাদের কাজ আমাদের অনুপ্রাণিত করে, তাঁদেরকে বিশ্ব নারী দিবসের সম্মান জানাতেই এই অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রীর ৷ আজ এক টুইটে তিনি জানিয়েছেন,"এবারের বিশ্ব নারী দিবসে, যেসব মহিলাদের জীবন ও কাজ আমাদের অনুপ্রেরণা জোগায়, তাঁদের জন্য আমি আমার সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট লগ অফ করব ৷ এটি আরও লাখ লাখ মহিলাদের অনুপ্রেরণা জোগাবে ৷"

তিনি নতুন এক হ্যাশট্যাগও চালু করছেন এর জন্য ৷ টুইটে সেই হ্যাশট্যাগসহ নিজেদের জীবনের কাহিনী তুলে ধরার জন্যও মহিলাদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, গতরাতে একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "এই রবিবার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সোশাল মিডিয়া ছেড়ে যাওয়ার কথা ভাবছি ।" সেই টুইট আধঘণ্টার মধ্যেই 9 হাজার 300 বার রিটুইট হয় । লাইক ছাড়িয়ে যায় 27 হাজার । কিন্তু, অনেকের মনে একটাই জিজ্ঞাসা-কেন সোশাল মিডিয়া ছাড়তে চাইছেন তিনি ? অনেকেই কমেন্টে লেখেন, "কেন স্যার ? আমরা সবাই আপনার পোস্ট ও আপডেট দেখতে ভালোবাসি ।" এবার সেই সব প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details