দিল্লি, 3 মার্চ : প্রধানমন্ত্রী তাঁর সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা ৷ হঠাৎ করে কেন নরেন্দ্র মোদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব কিছু থেকে বিদায় নেবেন ? এই নিয়ে বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছিল প্রতিক্রিয়া ৷ এবার সেই জল্পনার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী নিজেই ৷
আগামী রবিবার (8 মার্চ) সোশাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন বলে জানিয়েছিল নরেন্দ্র মোদি ৷ আর সেইদিনেই তাঁর সোশাল মিডিয়ার দখল নেবেন মহিলারা ৷ যেসব মহিলাদের কাজ আমাদের অনুপ্রাণিত করে, তাঁদেরকে বিশ্ব নারী দিবসের সম্মান জানাতেই এই অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রীর ৷ আজ এক টুইটে তিনি জানিয়েছেন,"এবারের বিশ্ব নারী দিবসে, যেসব মহিলাদের জীবন ও কাজ আমাদের অনুপ্রেরণা জোগায়, তাঁদের জন্য আমি আমার সমস্ত সোশাল মিডিয়া অ্যাকাউন্ট লগ অফ করব ৷ এটি আরও লাখ লাখ মহিলাদের অনুপ্রেরণা জোগাবে ৷"