দিল্লি, 9 অগাস্ট : পাঁচদিন পর আজ সকালে জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছে । শুক্রবারের নমাজ়ের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে । যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজার হাজার নিরাপত্তাকর্মী উপত্যকায় মোতায়েন রয়েছে ।
ইদের আগেই কাশ্মীরে আংশিক চালু মোবাইল, ইন্টারনেট পরিষেবা - internet-partially-restored-in-kashmir
পাঁচদিন পর আজ সকালে জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছে । শুক্রবারের নমাজের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে । যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজার হাজার নিরাপত্তাকর্মী উপত্যকায় মোতায়েন রয়েছে ।
আজ সকালে শ্রীনগরের জামা মসজিদের মূল ফটক বন্ধ ছিল । যা ইঙ্গিত করছিল যে শহরের প্রধান মসজিদে নমাজ়ের সম্ভাবনা নেই । তবে শহরের ভিতরের ছোটো ছোটো মসজিদে নমাজ় পড়ার অনুমতি দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন, কোনও সমস্যা ছাড়াই নমাজ চললে আরও শিথিল করা হবে বিধিনিষেধ ।
রাজ্য পুলিশের DGP দিলবাগ সিং বলেন, "নিজের নিজের এলাকায় নমাজ় পড়ার অনুমতি দেওয়া হয়েছে । এতে কোনও বাধা নেই । তবে নিজের এলাকা থেকে অন্যত্র যাওয়া উচিত নয় ।" প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহসহ প্রায় 400 রাজনৈতিক নেতা পুলিশ হেপাজতে রয়েছেন । রাজ্যপাল সত্যপাল মালিক গতকালই পরিস্থিতি পর্যালোচনা করে আশ্বাস দিয়েছিলেন, জুম্মার নমাজ় ও ইদ উৎসব পালনের জন্য আগামী সপ্তাহে বিধিনিষেধ শিথিল করা হবে । গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে ভাষণে জানিয়েছেন, সোমবার ইদ উদযাপনের সময় যাতে নাগরিকরা কোনও অসুবিধার সম্মুখীন না হয় সেটা সরকার নিশ্চিত করবে । মোদি বলেন, "আমাদের বন্ধুরা যারা বাইরে থাকে, তারা যদি ইদে বাড়ি ফিরতে চায় তবে সরকার সবরকম সহায়তা করবে ।"