পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অরুণাচলের মুখ্যমন্ত্রী হিসেবে কাল শপথ পেমা খান্ডুর - peme khandu

আগামীকাল দ্বিতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন পেমা খান্ডু । 2016 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি ।

ফাইল ফোটো

By

Published : May 28, 2019, 10:18 PM IST

অরুণাঞ্চল (ইটানগর), 28 মে: দ্বিতীয়বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পেমা খান্ডু। আগামীকাল তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান । 2016 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি । 2019 সালে তিনি নির্বাচিত হন দ্বিতীয়বারের জন্য । 27 মে BJP-র পরিষদীয় বৈঠক হয় । বৈঠকে ছিলেন BJP-র শীর্ষ নেতৃত্ব এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক JP নন্দা, রাম মাধব, আর হিমন্ত বিশ্বশর্মা প্রমুখ । সেখানেই সংখ্যাগরিষ্ঠদের মত নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হন খান্ডু ।

ভাবী মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । তাঁর মধ্যে উল্লেখ্য BJP নেতা কিরণ রিজিজুর টুইট । তিনি লিখেছেন,"পেমা খান্ডু 29 মে অরুণাঞ্চলের প্রধানমন্ত্রী হতে চলেছেন । BJP-র MLA দেরও শুভেচ্ছা জানাই কারণ তাঁরাই খান্ডুকে নির্বাচিত করেছেন BJP পার্টির নেতা হিসাবে ।

সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে অরুণাচলে BJP একাই 55 টি আসনের মধ্যে 37 টি পেয়ে রাজ্যে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে । NPP ( ন্যাশনাল পিপলস পার্টির জোট ) এবং কংগ্রেস পেয়েছে 4 টি করে আসন । জনতা দল ইউনাইটেড জিতেছে 7 টি আসন ।

ABOUT THE AUTHOR

...view details