ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর কবে পাকিস্তানের ছিল যে তারা কান্নাকাটি করছে? : প্রতিরক্ষামন্ত্রী - প্রতিরক্ষামন্ত্রী

কাশ্মীর নিয়ে কথা বলার কোনও জায়গা নেই পাকিস্তানের, সাফ জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

প্রতিরক্ষামন্ত্রী
author img

By

Published : Aug 29, 2019, 7:12 PM IST

লেহ, 29 অগাস্ট : কাশ্মীর নিয়ে কথা বলার কোনও জায়গা নেই পাকিস্তানের, সাফ জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর আজ প্রথমবার লেহতে যান রাজনাথ সিং ৷ সেখানে দাঁড়িয়ে পাকিস্তানকে একহাত নেন প্রতিরক্ষামন্ত্রী ৷ কাশ্মীর নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিতে তিনি বলেন, "কাশ্মীর কোনও দিনই পাকিস্তানের ছিল না ৷ আমি পাকিস্তানের কাছে প্রশ্ন করতে চাই, জম্মু ও কাশ্মীর কবে পাকিস্তানের ছিল যে এই নিয়ে তারা কান্নাকাটি করছে?"

প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র DRDO-র এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, "কাশ্মীর সব সময়ই ভারতের অংশ । ভারত পাকিস্তানের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী । কিন্তু তার জন্য ওদের ভারতে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে । যতদিন না ইসলামাবাদ সন্ত্রাসের প্রতিপালন বন্ধ করবে, ততদিন আলোচনার রাস্তা বন্ধ রাখবে ভারত ।''

রাজনাথ পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আরও বলেন, "সবার আগে পাকিস্তানের উচিত নিজের দেশে মানবাধিকার রক্ষার ব্যবস্থা করা ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একের পর এক ঘটনা ঘটে চলেছে, যা সাধারণ নাগরিকদের বেঁচে থাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ এই ইশুতে রাষ্ট্রসংঘেও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ ৷ তাই বিষয়টি নিয়ে আরও যত্নশীল হওয়া উচিত পাকিস্তানের ৷"

এর আগে রাজনাথ বলেছিলেন, যদি দিল্লি ও ইসলামাবাদের মধ্যে কথা হয়, তবে তা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে ৷ প্রথম থেকেই ভারতের বক্তব্য, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি তাদের অভ্যন্তরীণ বিষয় ৷ সরকার জানায়, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানকার উন্নয়নের জন্য ৷ এজন্য ভারত কাউকে জবাবদিহি করবে না ৷

লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরির এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "সংবিধানে জম্মু-কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করা হয়েছে । জম্মু-কাশ্মীরের সংবিধানেও একই কথার উল্লেখ রয়েছে । তাই জম্মু-কাশ্মীরে আইন প্রণয়নে কোনও বাধা নেই । জম্মু-কাশ্মীরের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও রয়েছে । আকসাই চিনও ভারতের অংশ ।"

ABOUT THE AUTHOR

...view details