দিল্লি, ২২ ফেব্রুয়ারি : পাকিস্তানকে "গ্রে" লিস্টে রেখে দিল FATF(গ্লোবাল অ্যাকশন টাস্ক ফোর্স)। পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে এসেছে এি সংস্থা। কোনও দেশ জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করে কিনা তা খতিয়ে দেখা কাজ FATF-এর। পাশাপাশি, সন্ত্রাসবাদীরা যাতে কোনও আর্থিক সাহায্য না পায়, তাও নিশ্চিত করে এই সংস্থা। FATF-র এই সিদ্ধান্ত সামনে আসার ফলে আন্তর্জাতিক সংগঠনগুলির থেকে আগামীদিনে ঋণ পাওয়া পাকিস্তানের পক্ষে কঠিন হবে।
আজ প্যারিসে FATF-র বৈঠকে পুলওয়ামা হামলার নিন্দা করা হয়। FATF-র তরফে বলা হয়, জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি যাতে আর্থিক সাহায্য না পায়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি পাকিস্তান। ৩৮ সদস্যের এই সংগঠনের তরফে জানানো হয়, বড়সড় অর্থ সাহায্য ছাড়া পুলওয়ামা হামলার মতো ঘটনা সম্ভব নয়। এর মানে সন্ত্রাসবাদীদের অর্থ সরবারহ করা হচ্ছে।