পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামার মতো হামলার আশঙ্কা, জইশ জঙ্গিদের ভারতে পাঠাচ্ছে পাকিস্তান ! - জঙ্গি হামলা

ভারতে হামলার চালানোর বড়সড় পরিকল্পনা করছে পাকিস্তান । সীমান্তে ইতিমধ্যে 30টি লঞ্চপ্যাডও তৈরি করেছে তারা । সেখান থেকে জঙ্গি ঢোকানো হবে কারেন, গুরেজ় ও গুলমার্গে ।

ফাইল ফোটো

By

Published : Sep 11, 2019, 9:37 PM IST

দিল্লি, 11 সেপ্টেম্বর : কাশ্মীর ইশু তুলতে গিয়ে কূটনৈতিকস্তরে ধাক্কা খেয়েছে পাকিস্তান । চিন বাদে বাকি কোনও দেশই তাদের পাশে দাঁড়ায়নি । চিনও সেভাবে সাহায্য করে ভারতকে বিপাকে ফেলতে পারেনি । নরেন্দ্র মোদির আমলে কূটনৈতিকস্তরে ভারত যে কতটা মজবুত তা দেখা যাচ্ছে বারবার । তাই, বাধ্য হয়ে পুরোনো পন্থায় ফিরছে পাকিস্তান ! পুরোনো পন্থা অর্থাৎ সন্ত্রাসবাদ ।

গোয়েন্দা সূত্র খবর, ভারতে হামলার চালানোর বড়সড় পরিকল্পনা করছে পাকিস্তান । সীমান্তে ইতিমধ্যে 30টি লঞ্চপ্যাডও তৈরি করেছে তারা । সেখান থেকে জঙ্গি ঢোকানো হবে কারেন, গুরেজ় ও গুলমার্গে ।

গোয়েন্দা সূত্রর কথায়, "পাকিস্তান আর্মি ও ISI, লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গিদের জন্য লঞ্চপ্যাড তৈরি করেছে । এমন কী, আফগানিস্তানের জঙ্গিদেরও LoC-র কাছে নিয়ে আসা হচ্ছে । 280-300 জন জঙ্গি তো হবেই ।"

পাকিস্তানের এই প্রচেষ্টা নতুন কিছু নয় । এর আগেও উরি, পুলওয়ামার মতো হামলা চালিয়েছে তারা । মনে করা হচ্ছে, এবারও সেই ধরনের হামলা চালানো হতে পারে ।

ভারতে পাকিস্তান হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা । সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, "পাকিস্তান সমস্যা তৈরির চেষ্টা করছে । 230 জঙ্গিকে চিহ্নিত করা গেছে । কয়েকজন অনুপ্রবেশ করেছে । বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে । আমরা কাশ্মীরিদের জীবনরক্ষায় সবথেকে বেশি সচেষ্ট ।"

ABOUT THE AUTHOR

...view details