পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওড়িশায় 1.4 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত - brown sugar seized in Odisha

চলতি বছরে মোট 22.168 কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে ওড়িশা পুলিশ ।

Odisha police capsized 1.4 kg brown sugar
ব্রাউন সুগার উদ্ধার করল ওড়িশা পুলিশ

By

Published : Nov 1, 2020, 10:03 PM IST

ভুবনেশ্বর, 1 নভেম্বর : দু'টি পৃথক অভিযানে ওড়িশা পুলিশ 1.4 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল । ঘটনায় যুক্ত সন্দেহে ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের STF আধিকারিকরা বারামুণ্ডা বাস টার্মিনালে গতকাল অভিযান চালান । সেখান থেকে 1.17 কেজি মাদক উদ্ধার হয় । পুরীতে আরেকটি অভিযানে সত্যবতী এলাকা থেকে 301 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । ঘটনাস্থান থেকে একটি গাড়ি, একটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা । এই নিয়ে চলতি বছরে মোট 22.168 কেজি ব্রাউন সুগার উদ্ধার করল ওড়িশা পুলিশ । পাশাপাশি মোট 45 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details